অনলাইন
পাকিস্তানে বন্দুকধারীর হামলায় ২০ খনি শ্রমিক নিহত
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার ভোরে প্রদেশের দুকি জেলার জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, শ্রমিকদের আবাস্থলে হামলা চালানো হয়। এতে ২০ জন নিহত হন। আহতদের দুকির একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে চারজন আফগান এবং বাকিরা বেলুচিস্তানের পশতু ভাষী এলাকার নাগরিক।
শ্রমিকদের ওপর রকেট ও গ্রেনেডসহ ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় হামলাকারীরা খনির যন্ত্রপাতিতেও আগুন ধরিয়ে দেয়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
পাঠকের মতামত
একটি দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান সব চেয়ে বেশি । অথচ পাকিস্তানের বিগ হেড কিছু দুষ্কৃতীদের মাথায় এ কথাটি ঢুকার মত বুদ্ধি তাদের আল্লাহ দেন নি ।
Marhaba