ঢাকা, ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পারিশ্রমিক কমলো বিপিএলে

‘ই’ থেকে ‘এ’ শ্রেণিতে রিশাদ

স্পোর্টস রিপোর্টার
১১ অক্টোবর ২০২৪, শুক্রবারmzamin

পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) তিনটি শ্রেণিতে স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিক কমানো হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৭শে ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। তার আগে ১৪ই অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের জন্য ৬টি শ্রেণিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বিসিবি। চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় এবার নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী।
স্থানীয় খেলোয়াড়দের ড্রাফটে গতবার সাতটি শ্রেণি থাকলেও এবার থাকবে ছয়টি শ্রেণি। ৫ লাখ টাকা পারিশ্রমিকের ‘জি’ শ্রেণিকে অন্তর্ভুক্ত করে নেয়া হয়েছে ১০ লাখ টাকার ‘এফ’ শ্রেণিতে।
গত বিপিএলে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা। এবার সেটি কমে হয়েছে ৬০ লাখ টাকা। ‘বি’ শ্রেণিতে ৫০ লাখ থেকে হয়েছে ৪০ লাখ টাকা ও ‘সি’ শ্রেণিতে ৩০ লাখ থেকে হয়েছে ২৫ লাখ টাকা। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণির পারিশ্রমিক আগের মতোই ২০, ১৫ ও ১০ লাখ টাকা রাখা হয়েছে।
স্থানীয় খেলোয়াড়দের ড্রাফটের তালিকায় ‘এ’ শ্রেণির ১২ ক্রিকেটার লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অপরিহার্য হয়ে ওঠার পুরস্কার হিসেবে গতবার ‘ই’ শ্রেণি থেকে কুমিল্লার হয়ে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন এবার জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিকের ‘এ’ শ্রেণিতে।
মাশরাফি বিন মুর্তজা আছেন ৪০ লাখ টাকার ‘বি’ শ্রেণির ১২ ক্রিকেটারের তালিকায়। এই শ্রেণির অন্য ১১ ক্রিকেটার- আফিফ হোসেন, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান ও তানজিম হাসান।
বিপিএলের বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হয়নি এখনো। সূত্র জানিয়েছে, খেলোয়াড়দের এজেন্টদের অনুরোধে তাঁদের রেজিস্ট্রেশনের শেষ সময় এক দিন বাড়িয়ে আগামীকাল করা হয়েছে। বিদেশি খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা জানা যাবে পরশু।
এবার পারিশ্রমিক কমানো হয়েছে বিদেশি ক্রিকেটারদেরও। ‘এ’ শ্রেণির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৮০ হাজার ডলার থেকে কমে হয়েছে ৭০ হাজার ডলার। ‘বি’ শ্রেণির ৬০ হাজার ডলার থেকে কমে ৫০ হাজার ডলার, ‘সি’ শ্রেণির ৪০ হাজার ডলার থেকে ৩০ হাজার ডলার, ‘ডি’ শ্রেণির ৩০ হাজার ডলার থেকে কমে ২৫ হাজার ডলার ও ‘ই’ শ্রেণির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ হাজার ডলার থেকে কমিয়ে করা হয়েছে ১৫ হাজার ডলার।
টুর্নামেন্টের সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে পুরোনো চারটি এবারও থাকছে। এই চার ফ্র্যাঞ্চাইজি হলো ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। অন্য তিনটি ফ্র্যাঞ্চাইজি এবার আসছে নতুন পরিচয়ে। ওয়ালটন ও হারলান অ্যান্ড রিমার্কসের প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড নিয়েছে ঢাকা ক্যাপিটালস। কুমিল্লা ভিক্টোরিয়ানস দল না করায় তাদের জায়গায় বিপিএলে ফিরছে রাজশাহী। দুর্বার রাজশাহী নামে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় আছে ভ্যালেন্টাইন। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটডে নিয়েছে চিটাগং কিংস। চিটাগং কিংসকে অবশ্য নতুন বলা যাবে না। বিপিএলের প্রথম দুই আসরেও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি ছিল একই মালিকানায়।

 

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status