খেলা
ইংলিশ পরীক্ষায় ফেল করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪২ অপরাহ্ন

শক্তিমত্তায় ইংল্যান্ড যোজন যোজন এগিয়ে। তাদের হারাতে গেলে সামর্থ্যের বাইরে ভালো খেলতে হতো বাংলাদেশকে।তবে বোলারদের দারুণ বোলিংয়ে সুযোগটা এনে দিয়েছিল বোলাররা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ইংলিশ পরীক্ষায় ফেল করলো নিগার সুলতানা জ্যোতির দল।
আজ চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করে ১১৮ রান করে ইংলিশরা। জবাবে ৯৭ রানে শেষ হয় টাইগ্রেসদের ইনিংস।
১১৯ রান তাড়ায় পাওয়ার প্লেতেই চাপে পড়ে বাংলাদেশ। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা হয় মাত্র ২০ রান। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও তিনে নামা সোবহানা মোশতারি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু ডাবল নিতে গিয়ে জ্যোতি আর আউট হলে ভাঙে দুজনের ৩৫ রানের জুটি। তিনি করেন ২০ বলে ১৫ রান।
এরপর সোবহানা একদিকে দাঁড়িয়ে থাকলেও অন্যপ্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। সোবহানাও শুরুতে অতিরিক্ত বল ডট দেওয়ায় শেষদিকে কিছু বাউন্ডারি আদায় করেও সেটা পোষাতে পারেননি। তিনবার জীবন পাওয়া সোবহানা ১৯তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ৪৮ বলে ৪৪ রানের ইনিংস।
এর আগে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাইয়া বুচিয়ের ও ড্যানি ওয়াট–হজ। বিনা উইকেটে পাওয়ার প্লেতে ইংল্যান্ড তোলে ৪৭ রান। সপ্তম ওভারে বুচিয়েরকে মিড অনে নাহিদার ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন রাবেয়া। ১৮ বল খেলে ৩ চারে ২৩ রান করেন বুচিয়ের। ১২তম ওভারে রিতু মনি ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইটকে ও ১৩তম ওভারে নাহিদা ওপেনার ওয়াট–হজকে (৪০ বলে ৪১ রান) তুলে নিলে আবার খেই হারায় ইংল্যান্ড। শেষ ২ ওভারে ২১ রান নিয়ে ১১৮ রানে থামে ইংলিশদের ইনিংস।