খেলা
জাতীয় দলে তিন ফরম্যাটে খেলাই লক্ষ্য জিসানের
স্পোর্টস রিপোর্টার
৬ অক্টোবর ২০২৪, রবিবার
বাংলাদেশ ক্রিকেটে হার্ডহিটারের অভাব অনেকদিনের। টি-টোয়েন্টি ক্রিকেটে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার খুব বেশি ক্রিকেটার নেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা জিসান আলমকে নিয়ে অনেকদিন ধরেই আশার কথা শোনা যাচ্ছে। এবার ভারত সফরেও তার অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত ডাক না পাওয়া জিসান জানান, সুযোগ পেলে জাতীয় দলে তিন ফরম্যাটে খেলাই তার লক্ষ্য। ব্যাট হাতে ইনিংসের শুরু থেকেই মারকাটারি খেলার জন্য বেশি পরিচিত ওপেনার জিসান। রয়েছেন বিসিবির এইচপি দলেও। সবশেষ বিপিএলেও দেখা গিয়েছিল জিসানকে। গতকাল মিরপুর শেরে বাংলায় গণমাধ্যমের সামনে জিসান বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি সব ফরম্যাটের ক্রিকেটে খেলতে চাই। নির্দিষ্টভাবে কিছু নেই। যেহেতু ছোটবেলা থেকেই সেভাবে অনুশীলন করে আসছি, এ কারণেই সবাই বলে ন্যাচারাল হিটার।’ দেশে তার আইডল লিটন কুমার দাস ও বাইরে ভারতের রোহিত শর্মা। ভারতীয় শীর্ষ ওপেনারের সঙ্গে জিসানের ব্যাটিংয়ের ধরনের মিল পান অনেকে। জিসান বলেন, ‘তার (রোহিতের) ব্যাটিং তার মতো আমার ব্যাটিং আমার মতো। আমি ছোট থেকে যেভাবে বড় হয়েছি আমি আমার মতো ব্যাটিং করার চেষ্টা করি। সবাই বলে (রোহিতের মতো)। কিন্তু আমি আমার মতো ব্যাটিংয়ের চেষ্টা করি। বাংলাদেশে আমার আইডল লিটন ভাই আর দেশের বাইরে রোহিত শর্মা।’ তবে নিজে জাতীয় দলের জন্য প্রস্তুত কিনা প্রশ্নের উত্তরে জিসান বলেন, ‘আমার কাজ হচ্ছে পারফর্ম করা। জাতীয় দলের জন্য প্রস্তুত কিনা সেটা নির্বাচকরা বিবেচনা করবেন। ’