খেলা
বাফুফেকে সোহাগের উকিল নোটিশ!
স্পোর্টস রিপোর্টার
৫ অক্টোবর ২০২৪, শনিবার
গত বছর ১৪ই এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। তার তিনদিন পর জরুরি সভা করে সোহাগকে ভবিষ্যতে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেয় বাফুফে। ফিফা ও বাফুফের নিষিদ্ধ সোহাগ তার পাওনাদি চেয়ে বাফুফেকে উকিল নোটিশ পাঠিয়েছেন। সেই উকিল নোটিশের জবাব দেয়ার সময় পেরিয়ে গেছে আগেই। এই বিষয়ে বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘তার বিষয়টি বৃহস্পতিবারের নির্বাহী সভায় উঠেছিল, আমাদের সামনে আরেকটি সভা রয়েছে, শুধুই আর্থিক বিষয় নিয়ে। তখন এই বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।’ সোহাগের পাশাপাশি ফিফা থেকে নিষিদ্ধ হওয়া বাফুফের সাবেক তিন স্টাফ আবু হোসেন, মিজানুর রহমান, এবং অনুপম হোসেনও বাফুফের কাছে তাদের পাওনা চেয়েছে। সোহাগ ও অন্যরা বাফুফেতে অনেক দিন কাজ করেছেন। তাদের পাওনা গ্র্যাচুয়েটি, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত অর্থ পাওনার দাবি করেছেন। এদিকে আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। নির্বাচনের দিন সকালে বার্ষিক সাধারণ সভা আয়োজন করে বাফুফে। সেই বার্ষিক সাধারণ সভায় পরবর্তী বছরের বাজেট পেশ করা হয়। সেই বাজেট পেশের আগে নির্বাহী সভায় অনুমোদন করিয়ে নিতে হয়। প্রধান অর্থ কর্মকর্তা মো. সরফরাজ সিদ্দিকীর গাফিলতির কারণেই সময়মতো সেটি পাশ করানো যায়নি। এ কারণেই আরেকটি সভা করতে হবে বাফুফের বর্তমান কমিটিকে। বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ফিফা থেকে নিষিদ্ধ। তিনি অবশ্য নিষিদ্ধ হওয়ার আগেই বাফুফে ত্যাগ করেন। আবু হাসানের স্থলাষিভিক্ত হন সরফরাজ। তার বিপক্ষে এখনও আর্থিক কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। অনিয়মের অভিযোগ না উঠলেও তার আন্তরিকতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন আছে। তেমন অভিজ্ঞতা না থাকলেও তিন লাখ টাকা বেতনে বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা হয়েছেন। এক বছর পার হওয়ার আগেই নিজের বেতন ঠিকই বাড়িয়েছেন, অথচ বাফুফের অন্য স্টাফরা বৈষম্যের স্বীকার হয়ে চিঠি দিলেও এর কোনো প্রতিকার হয়নি।