খেলা
আবারো লাল কার্ড ব্রুনোর ফের হোঁচট ম্যানইউ’র
স্পোর্টস ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, শনিবার
ইউরোপা লীগের বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে ছিল ২ গোলে। তারপর ভোজবাজির মতো সব পাল্টে গেল। টানা ৩ গোলে এগিয়ে গেল প্রতিপক্ষ। পরে যোগ করা সময়ে ডিফেন্ডার ম্যাগুয়ারের গোলে কোনো রকমে হার এড়ালো ম্যানইউ। পোর্তোর বিপক্ষে হোঁচট খেয়ে এরিক টেন হাগ আরেকটু অপেক্ষা করতে অনুরোধ জানালেন সমর্থকদের।
এদিন ম্যাচের সিংহভাগ ১০ জন নিয়ে খেলতে হয় ম্যানইউকে । এই ম্যাচে লালকার্ড দেখেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর বুট তুলে টানা দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড মিডফিল্ডার । এর আগে ঘরের মাঠে টটেনহ্যামের সঙ্গে ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। তবে শেষ পর্যন্ত ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের গোলে পর্তুগালের দ্রাগাও স্টেডিয়াম থেকে অন্তত ১টি পয়েন্ট নিয়ে ফেরে টেন হাগের দল। পোর্তোর মাঠে মার্কাস রাশফোর্ডের ৭ম মিনিটের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ২০ তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে আরেকটু এগোয় দলটি। কিন্তু ২৭ মিনিটে পেপে ও ৩৪ মিনিটে সামু ওমরদিওনের গোলে সমতায় ফেরে পোর্তো। ৫০ মিনিটে ওমরদিওনের গোলে এগিয়েও যায় পোর্তো। ৯১তম মিনিটে হ্যারি ম্যাগুয়ারের গোলে সমতায় ম্যাচ শেষ করে ম্যানইউ।
চাপে থাকা ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সামনে ছিল ১০ ম্যাচে চতুর্থ হারের চোখ রাঙানি। এই ম্যাচ ড্রয়ে ইউনাইটেড কোচ টেন হাগের হাঁপ ছেড়ে বাঁচার কথা। পর্তুগালে ম্যাচটি খেলতে যাওয়ার আগে ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ৬ ম্যাচের মধ্যে মাত্র মাত্র ২ জয়ে বেশ চাপে ছিলেন টেন হাগ। লীগ টেবিলে ১৩তম স্থানে নেমে গেছে তার দল। আর ইউরোপা লীগেও নিজেদের প্রথম ২ ম্যাচে জয়ের অবস্থানে থেকেও পয়েন্ট হারালো ইউনাইটেড। ৩৬ দলের পয়েন্ট টেবিলে ২১তম স্থানে রয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
টেন হাগ অবশ্য এরপরও আস্থা রাখতে বললেন সমর্থকদের। ইউরোপা লীগের গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ডাচ কোচ মৌসুম শেষে তার পারফরম্যান্স বিচার করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সাফল্যের দেখা পাবো। এই মুহূর্তে আমাকে বিচার করবেন না। সেটা মৌসুম শেষে করুন। আমরা উন্নতি করবো। দুটি মৌসুমে আমরা ফাইনালের দেখা পেয়েছি। শুধু অপেক্ষা করুন, আমরা উন্নতি করবো এবং দলও এগিয়ে যাবে।’