অনলাইন
সাবেক এমপি একরামুল করিম গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২ অক্টোবর ২০২৪, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৬ অপরাহ্ন
নোয়াখালী-৪ সংসদীয় আসনের সাবেক এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭ এর একটি দল।
গ্রেপ্তারের বিষয়টি র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস মানবজমিনকে নিশ্চিত করেছেন।
মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। একরামুলের স্ত্রী কামরুন নাহার শিউলী নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তার ভাতিজা জহিরুল হক রায়হান ছিলেন কবিরহাট পৌরসভার সাবেক মেয়র। তার সৎ ভাই হাজী ইব্রাহিম কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একরামুলের আরেক ভাই মোহাম্মদ ইলিয়াস কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পরিবার তন্ত্রের সম্পূর্ণ একটি দৃষ্টান্ত। সোনায় সোহাগা । বাংলাদেশের রাজনীতি পরিবার তন্ত্রে আষ্ঠে পৃষ্ঠে বন্দি ছিল । এখনও আছে । বিএনপি এবং জাতীয় পার্টি এখনও। একমাত্র জামাত পরিবার তন্ত্র মুক্ত দল ।
বড় বড় রাঘব বোয়ালদের সীমান্ত পারি দিতে বাধা না দিয়ে বা গ্রেফতার না করে এসব চুনোপুটি মাছ ধরে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে ।
এ খুনি, দূর্নীতিবাজকে কঠোর শাস্তি দিতে হবে। সাথে তার বেপরোয়া সন্তান ও মেয়ে জামাইকেও।
একরামুলের ছেলে কোথায়? একরামুলের ছেলে গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা করেছে।
আলহামদুলিল্লাহ। এইবার অত্যাচারীর সাম্রাজের পতন হবে।