ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১২:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের ভোগরা এলাকায় অ্যাপারেল প্লাস লিমিটেডের শ্রমিকেরা এ অবরোধ করেন।

এর আগে গতকাল সোমবার একটানা প্রায় সাত ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল ব্যস্ত এই মহাসড়কটিতে। এরপর যান চলাচল রাত ১টা থেকে শুরু হয়ে চলে 
সকাল ৮টা পর্যন্ত।

আন্দোলনরত শ্রমিকেরা জানায়, বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, ‘মালিকপক্ষ গত ১৪ আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করে। গত জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের দিন নির্ধারিত ছিল ২৫ সেপ্টেম্বর। ওই তারিখে বেতন না দেয়ায় শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে’।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে সকাল ৮টার আগে থেকে আবারো আন্দোলন শুরু করেছে শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’

পাঠকের মতামত

সমস্যা হচ্ছে যেসব কারখানা বন্ধ অথবা বেতন দিতে পারছে না তাদের প্রায় সকলেই বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট মালিক। এদের বেশিরভাগ হয় বিদেশে ভেগেছে আর নাহয় আত্মগোপনে আছে। চেক সাইন করবে কে????? একটা কিছু হলেই প্রধান সড়ক বন্ধ করে হাজার হাজার জনসাধারণকে এভাবে ভোগান্তির দায় কে নেবে??? এব্যাপারে bgmea ও বর্তমান সরকারের জরুরি বেবস্থা নেয়াটা খুব জরুরি। তানাহলে গার্মেন্টস সেক্টরের ভবিষ্যৎ খুব ভয়াবহ আকার ধারণ করতে পরে।

ফেরদৌস
২ অক্টোবর ২০২৪, বুধবার, ৮:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশ কে ধংশকরে দিতেছে, এখনি যদি পরিস্থিতি সাবাবিক না করে তাহলে পরর্তিতে আরো খারাপের দিকে যাবে

sajibul islam
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১:১১ অপরাহ্ন

Govt. should alert to tackle the matter, Should blame other

Afra
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১:০৪ অপরাহ্ন

ঐ যে হাসিনার প্রেতাত্মারা বসে বসে দেখছে আর মিটি মিটি হাসছে।

সুতা কাটা ঘুড়ি
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১২:৩৪ অপরাহ্ন

দাবি যদি বকেয়া বেতন ও পাওনা পরিশোধের ইস্যু হয়, তাহলে সরকার মালিক পক্ষকে ধরে সমস্যার সমাধান করছে না কেন? বড় বড় কথা বলার বিজিএম ইএ কোথায়? জনভোগান্তির দায় এ'ক্ষেত্রে সরকারকেই নিতে হবে।

Foyez
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১২:১৫ অপরাহ্ন

যেসব মালিক এখনও বেতন পরিশোধ করেনি তাদের বিশাল অংকের আর্থিক জরিমানা করা হোক। অবশ্য মালিক সমিতি দিনশেষে তারই পক্ষে এসে কথা বলবে।

Noman Hasan
১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১২:১৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status