ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

ভারত

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে খুন ও শারীরিক নিগ্রহের হুমকি

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

‘রাহুল গান্ধী শুধরে যাও, নয়তো আগামীদিনে তোমারও সেই পরিণতিই হবে যা তোমার  ঠাকুমার হয়েছিল।’  গত ১১ সেপ্টেম্বর বিজেপির এক অনুষ্ঠানে প্রকাশ্যে হুমকি দিতে দেখা গিয়েছিলো বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া-কে। দিনকয়েক আগে শিব সেনার শিণ্ডে শিবিরের বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়কে প্রকাশ্যে  বলতে শোনা গেছিলো - “আমি ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। যে ব্যক্তি রাহুলের জিভ কেটে আনতে পারবে তাঁকে আমি এই টাকা দেব।”  এবার রাহুল গান্ধীকে খুন ও শারীরিক নিগ্রহের হুমকি দেয়ার জন্য অভিযুক্ত বিজেপি ও শরিক দলের নেতাদের বিরুদ্ধে আজ দিল্লির তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা অজয় মাকেন। অভিযোগে বলা হয়েছে -' বিভিন্ন বিজেপি নেতা এবং তার সহযোগীদের দ্বারা জারি করা হুমকি, রাহুল  গান্ধীর বিরুদ্ধে বিজেপি/এনডিএ জোটের অংশীদারদের ব্যক্তিগত ঘৃণা প্রদর্শন করে।  এই জাতীয় বিদ্বেষপূর্ণ মন্তব্য দাঙ্গা, শান্তি ভঙ্গ ইত্যাদির জন্য সাধারণ জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে করা হয়েছে। 'এফআইআরে আরো বলা হয়েছে - '  রাহুল গান্ধী ক্রমাগতভাবে সমাজের বঞ্চিত শ্রেণী  যেমন নারী, যুবক, দলিত এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর  জনকেন্দ্রিক সমস্যা মোকাবেলায় বিজেপির ব্যর্থতার বিষয়গুলি উত্থাপন করছেন।  তাই উপরের নামধারী ব্যক্তিদের ভারতের বিরোধী দলের নেতার উপর এই ধরনের ঘৃণাপূর্ণ মন্তব্য করার জন্য অভিযুক্ত  করা হয়েছে।"কংগ্রেসের অভিযোগ রয়েছে রেল প্রতিমন্ত্রী রবনীত বিট্টুর বিরুদ্ধেও। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি রাহুল গান্ধীকে ‘পয়লা নম্বরের জঙ্গি’ বলে তোপ দাগেন। হাত শিবিরের দাবি, এই ধরনের মন্তব্য করে রাহুলের বিরুদ্ধে উসকানি দিয়েছেন রবনীত। অভিযুক্ত উত্তরপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা রঘুরাজ সিংও। তিনিও ১৬ সেপ্টেম্বর একই ভাবে রাহুলকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন বলে অভিযোগ।

সূত্র : দা ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status