ভারত
আজ ফের নিজের কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠালেন মমতা
সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে
(৩ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৯ অপরাহ্ন
শনিবার কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যায়। ফলে জুনিয়র ডাক্তারদের ধর্মঘট নিয়ে চলা অচলাবস্থার কী হবে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কালীঘাটের বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করতে চায়নি সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে এসে জুনিয়র ডাক্তারদের বলেন, ভিডিওগ্রাফি করা হবে কিন্তু তা দেওয়া যাবে না। কারণ বিষয়টি আদালতের বিচারাধীন। আজ সোমবার ফের কালীঘাটে বৈঠকে বসার জন্য জুনিয়র ডাক্তারদের মেইল করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। মেইলে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা ছিল, তাতে জুনিয়র চিকিৎসকদের ১০ সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে কাজে ফেরার কথা বলা হয়েছিল। শীর্ষ আদালতের সম্মান জানানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মেইলে এটাও বলে দেওয়া হয়েছে, পঞ্চম ও শেষবারের জন্য মুখ্যমন্ত্রীর তরফে বার্তা দেওয়া হয়েছে। সবথেকে উল্লেখ্য, যে দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ছিল, অর্থাৎ লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি, তা হবে না বলে আগেভাগেই মেইলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে বৈঠকের মিনিটস তৈরি করা হবে এবং তাতে দুপক্ষের স্বাক্ষর থাকবে। স্বাস্থ্য ভবনের সামনে ধরনা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মেইলের খবর পেয়ে সেখানে স্লোগান আরও তীব্রতর হয়। ফের কালীঘাটে ডাক নিয়ে এক আন্দোলনকারী বলেন, আমরা সবসময় একটা মধ্যস্থতা চাইছি। আমরা চাইছি এই অচলাবস্থা কাটুক। তাই যে কোনও মধ্যস্থতাকে আমরা স্বাগত জানাচ্ছি।মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেখানে অবশ্যই আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ না দেওয়ার বিষয়টি উত্থাপিত হবে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের বিষয়টিও। সেক্ষেত্রে প্রশাসন আরও একবার বৈঠকের দরজা খোলা রাখল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।