অনলাইন
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার অভিযোগ রয়েছে ফরহাদ হোসেনের বিরুদ্ধে।
বিগত ক্ষমতাচ্যুত সরকারকে টিকিয়ে রাখতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি জনাব ফরহাদও ছিলেন অন্যতম প্রধান কারিগর। ছাত্র-জনতার উপর ঝাঁপিয়ে পড়তে অযোগ্য ও নিষ্ঠুর কর্ম কর্তাদের দিয়ে কেন্দ্রীয় ও মাঠ প্রশাসন সাজানো, আইজিপিসহ সকলের চুক্তিভিত্তিক নিয়োগে তিনি প্রত্যক্ষ ভূমিকা রাখেন এবং হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদেও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়ে পুরস্কৃত হন। সুদর্শন ও সুবক্তা জনাব ফরহাদ আন্দোলন দমনের নামে সর্ব শক্তি দিয়ে সরকারের নির্বাহী বিভাগকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়েছিলেন। তিনি গ্রেফতার হয়েছেন- স্বজন হারানো ও অত্যাচারিতদের জন্য এটি আনন্দের সংবাদ।
গনতন্ত্র হত্যা এবং গণ হত্যাকারী এবং নির্দেশকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সেই সাথে গণ হত্যাকারী দলকে নিষিদ্ধ করতে হবে। যাতে পরবর্তীতে কোন দল স্বৈরাচারী বা গণ হত্যাকারী না হয়ে উঠতে পারে।