খেলা
হামজাকে নিয়ে মঙ্গলবার সুখবর পেতে পারে বাফুফে
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৫:০০ অপরাহ্ন
হামজা চৌধুরীর জন্য ছাড়পত্র চেয়ে গত মাসে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) চিঠি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অপেক্ষা ফুরাচ্ছে এবার। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই হামজাকে নিয়ে মিলতে পারে সুখবর।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার শুক্রবার গণমাধ্যমের সঙ্গে বলেন, ‘এখন পর্যন্ত কোনো ফিরতি মেইল আমরা পাইনি। যেহেতু হামজা চৌধুরী ওখানে ম্যাচ খেলছে। একটু সময় তো দরকার। তবে আমরা আশা করছি, মঙ্গলবারই একটা ইতিবাচক খবর পাব।’
বাংলাদেশি বংশোদ্ভূত হামজার জন্য অনেক দিন ধরেই দৌড়ঝাঁপ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সর্বশেষ গত আগস্টে সবুজ পাসপোর্টও দেওয়া হয় হামজাকে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মিলে গেলে বাংলাদেশের জার্সিতে হামজার খেলার জন্য বাকি থাকবে ক্লাব লেস্টার সিটির অনুমতি এবং ফিফার অনুমোদন। ২৬ বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর ইচ্ছা হামজার।
এর আগে গত ১৫ই মে সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হামজা চৌধুরী বলেন, ‘আমি বাংলাদেশের হয়েই খেলব, এটা নিশ্চিত। ইনশাআল্লাহ, আমার মনে হয় খুব শিগগিরই এ ব্যাপারে আমি একটা ইতিবাচক কিছু বলতে পারব।’