ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

ভারত

বৃষ্টি মাথায় নিয়েই কলকাতায় স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় জুনিয়র ডাক্তাররা

সেবন্তী ভট্টচার্য্য , কলকাতা থেকে

(৯ মাস আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ২:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

কলকাতায় স্বাস্থ্যভবনের সামনে ৪ দিন ধরে টানা ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা । শনিবার তাদের অবস্থান কর্মসূচি পঞ্চম দিনে পা দিয়েছে। শুক্রবার রাত থেকে বৃষ্টি চলছে। বৃষ্টি মাথায় নিয়েই ধর্না চালিয়ে যাচ্ছেন তারা। স্বাস্থ্য ভবনের সামনে বাঁশ দিয়ে ত্রিপল খাটিয়ে মাথা গোঁজার ঠাঁই তৈরি করা হয়েছে। সেখান থেকেই শুক্রবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ওই ধর্না মঞ্চ থেকেই শনিবার ফের ‘রাত দখলে’র ডাক দিলেন তারা।

গত ১৪ আগস্ট, ঠিক এক মাস আগে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে অভিনব ‘রাত দখলের’ সাক্ষী  ছিল কলকাতা।  ১৪ সেপ্টেম্বর, শনিবার রাতে সাধারণ মানুষকে বিচারের দাবিতে পথে নামার আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীরা জানিয়েছেন, শুধু ডাক্তার নয়, হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগীর পরিবারের সুরক্ষার জন্য পথে নেমেছেন তারা।  হাসপাতালে ক্রিয়াশীল সিন্ডিকেটকে নির্মূল করাই  উদ্দেশ্য তাদের ।

এদিকে আন্দোলনস্থলের চারপাশে ১৪টি সিসিটিভি বসানো হয়েছে। জানা গেছে, সেগুলির ‘ফিড’ যাবে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশের দাবি, হামলার আশঙ্কা করেই নিরাপত্তার জন্য এই সিসিটিভি বসানো হয়েছে। পুলিশ সিসিটিভি বসানোর পর আন্দোলনকারীরা বলছেন, যারা আক্রমণ করবে, তারা তো জানিয়ে এসে করবে না। গত ১৪ আগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজে যেভাবে হামলা হয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে আন্দোলনকারীরা বলছেন, ‘সেখানে সিসিটিভি থাকলেও তো কোনও লাভ হয়নি। আসলে শাসকদল মিথ্যা রটাচ্ছে। আন্দোলন ভেঙে দেওয়া হচ্ছে।’ সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। তারা বলছেন, হতেও পারে, ‘আলাদাভাবে নজর রাখার জন্য। আমাদের ভয় দেখানো হচ্ছে।’ 

তবে কারণ যাই হোক না কেন আন্দোলনে এখনও অনড় ডাক্তাররা।

গত বৃহস্পতিবার নবান্নে গিয়েছিলেন আন্দোলনকারীদের ৩০ জন প্রতিনিধি। তাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের শর্ত মানতে রাজি ছিল না সরকার, ফলে সেই বৈঠক ভেস্তে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি,  'জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে ২৯টি মূল্যবান প্রাণ আমরা হারিয়েছি'। মৃতদের পরিবার পিছু এবার ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status