ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

হার এড়ালো আল নাসর, রোনালদোর ‘৯০০’ সেলিব্রেশন

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১:১০ অপরাহ্ন

mzamin

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই মাইলফলক নিয়ে শুক্রবার রাতে আল নাসরের হয়ে মাঠে নামেন তিনি। জয় দিয়ে তার সাফল্য উদযাপনের জন্য প্রস্তুত ছিল আল নাসর। শেষ পর্যন্ত আল আহলির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়লো আল নাসর। 

৯০০ গোলের চূড়ায় ওঠার পর আল নাসরের হয়ে প্রথম মাঠে নামেন রোনালদো। খেলার আগে তার হাতে তুলে দেওয়া হয় ‘৯০০’ লেখা একটি জার্সি। এ দিন রোনালদোর এই অর্জনকে উদ্যাপন করেছেন আল নাসরের সমর্থকেরাও। ‘৯০০’ লেখা বিশালাকার তিফো (বিশেষ ব্যানার) নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন তারা। রোনালদোকে সম্মাননা দেওয়ার রাতটি অবশ্য আরেকটু হলে হতাশাতেই শেষ হতো আল নাসরের। আল আহলির বিপক্ষে এই ম্যাচে হারার পথেই ছিল তারা। ৫৭তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি।

এরপর গোলের সন্ধানে থেকে বারবার নিরাশ হন রোনালদোরা। তবে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে যোগ করা সময়ের ৯ম মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে কোনোরকমে হার এড়ায় আল নাসর। এই গোলটিই সৌদি প্রো লীগে মৌসুমের প্রথম হার থেকে বাঁচিয়েছে আল নাসরকে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ড্র এর পর রোনালদো ফেসবুকে লিখেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখুন।’
এই ড্রয়ের পর সৌদি প্রো লীগের টেবিলে ৬ নম্বরে আছে আল নাসর। তিন ম্যাচ খেলে তারা একটি জিতলেও ড্র করেছে অন্য দুই ম্যাচে। আল নাসরের পরবর্তী ম্যাচ ২১শে সেপ্টেম্বর রাতে ইত্তিফাক এফসি’র সঙ্গে।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status