বাংলারজমিন
সখীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবারটাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মওলানা আবুল হোসেন (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার প্রতিমা বংকী গ্রামের বাসিন্দা ও শহীদ আব্দুর রকিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। শুক্রবার দুপুরে উপজেলার আল-ইহসান জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সকালে বাইসাকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে উপজেলার সোলাপ্রতিমা গ্রামে অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে সখীপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে ঢাকা থেকে সখীপুর আল-ইহসান হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়। পরে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।