ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

আইসিসিতে ব্যস্ত সূচি বাংলাদেশি আম্পায়ারদের

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশের আম্পায়ারদের। বাংলাদেশের চার আম্পায়ারকে সামনের দুই মাসে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। ব্যস্ত থাকবেন বাংলাদেশের এক আন্তর্জাতিক ম্যাচ রেফারিও। আগস্টের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এসব টুর্নামেন্ট আয়োজিত হবে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগামী ২৮শে আগস্ট থেকে ১০ই সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘এ’ অঞ্চলের বাছাইপর্ব। এই টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন মোর্শেদ আলী খান। এ বছরের এপ্রিলে বিসিবির মনোনয়নে আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে অন্তর্ভুক্ত হন তিনি। মোর্শেদের আগে থেকেই আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে আছেন বাংলাদেশের গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান। এর মধ্যে মাসুদুর রহমানকে দেওয়া হয়েছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লীগ টু-তে আম্পায়ারিংয়ের দায়িত্ব। আগামী ১৪ থেকে ২৭শে সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিকদের সঙ্গে খেলবে ওমান ও নেপাল। ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টটি শেষ হওয়ার পর এই তিন দলই ২৮শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই টুর্নামেন্টে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ। প্রায় একই সময়ে ২৬শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর দক্ষিণ কোরিয়ায় চলবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্রশান্ত সাব-রিজিওনাল বি-এর খেলা। এখানে আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। এ ছাড়া ৪ থেকে ১৪ই নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। সাবেক এই ক্রিকেটার এ বছরের মার্চে আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status