অনলাইন
গাজীপুরে বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানায় আগুন
বাংলারজমিন ডেস্ক
(১ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বিগবস নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পার্শ্ববর্তী কারখানার আন্দোলনরত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওই কারখানার গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছেন।' অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসতে চাইলে একদল লোক ভাঙচুর চালায়। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ঐ এলাকায় নাকি সেনাবাহিনী ও শিল্প পুলিশ যৌথভাবে গার্মেন্টস গুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্বে আছেন ? তারপরও কিভাবে দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কাজ করার সাহস ও সুযোগ পায়, অবশ্যই দেশের অর্থনীতির স্বার্থে তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করিতে হবে অন্যতায় এই শিল্প ধ্বংস হলে সারা দেশে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হবে।
এগুলো কি হচ্ছে , দেশ তো ধ্বংসের দিকে যাচ্ছে, গাজী টায়ারের কারখানায় আগুন, এখন আবার বেক্সিমকোর কারখানায় আগুন । তিলে তিলে গড়া দেশ এখন ধ্বংস করছে , এরা যা করছে দেশের অর্থনৈতি তো এমনেই শেষ হয়ে যাবে।
অপরাধীদের কঠোর হস্তে দমন করুন।
এরা পতিত স্বৈরাচারের দোসর।বিগত ১৬ বছর যেভাবে লুটপাট করে খেয়ে ছিলো সেই একই ভাবে লুটপাট করার চেষ্টা করছে।
যারা অগ্নিসংযোগ বা অগ্নি সন্ত্রাসের সাথে জড়িত তাদের অবিলম্বে চিহিৃত করে আইনের আওতায় আনা জরুরি। নতুবা এই সন্ত্রাসীরা বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করে দেবে। আজকের রাতের মধ্যেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
যারা অগ্নি সন্ত্রাস করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার। কোন অবস্থাতেই কোন কারখানা আগুন লাগানো গুরুতর অপরাধ। কারখানা দেশের সম্পদ। এরা রাষ্ট্রদ্রোহীতা'র অপরাধে অপরাধী ।