অনলাইন
প্রবাসীদের দ্রুত কারামুক্তির উদ্যোগ নেয়ায় ড. ইউনূসের প্রতি সেন্টার ফর এনআরবি’র কৃতজ্ঞতা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৭ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি ও সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীদের জন্য কাজ করা অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি।
এক বিবৃতিতে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী বলেন, ‘প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ ও যোগাযোগ আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্ত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ দেশে ফেরত আসা কারামুক্ত প্রবাসীদের প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে অনেক প্রবাসী আটক আছেন যারা কষ্টে দিন কাটাচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগে এরা মুক্ত হতে পারছেন না । বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এসব প্রবাসীদের মুক্তির ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সেকিল চৌধুরী।
একদিকে অভিযুক্তদের দ্রুত কারামুক্তি আর অন্যদিকে নিরীহ পাবলিকরে বিচার ছাড়া কারাভোগ- আবার শান্তিতে নোবেল বাগাইয়া বইসা রইছেন।
মাননীয় প্রধান উপদেষ্টা ও সকল উপদেষ্টা মন্ডলী গণ , অন্য সকল সমস্যা ঠিক করার অনেক সময় পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে দেশ এর অর্থনীতির এবং কর্মসংস্থানের প্রধান চালিকা শক্তি গার্মেন্টস শিল্প র সমস্যা সমাধানে এবং আইন শৃঙ্খলা বাহিনী সুগঠনে বেশি করে আপনাদের সুনজর দিন.