অনলাইন
রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৭ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রিমান্ড শেষে
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই আদেশ দেন।
গত ১৯ জুলাই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ৩ সেপ্টেম্বর শহীদুল হককে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান হত্যা মামলাটি করেন।
শহীদুল হক আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
আমরা জানতে চাই ওরা রিমান্ডে কি তথ্য দিয়েছে। এই সব সৈরাচারেরা যেন জেল থেকে বের না হতে পারে। ধন্যবাদ।
শহিদুল হক মাদারীপুরের এক ব্যাবসায়ীর নামে কমপক্ষে ৪০০-৫০০ বিঘা জমি কিনেছেন শিবচর ও জাজিরা পয়েন্টে
জনগণ জানতে চায় ওদের কাছ থেকে কি পাওয়া গেছে জনসম্মুখে পাবলিশ করা হোক।