অনলাইন
সীমান্তে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৮ পূর্বাহ্ন
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত দু’জনেই ডিএমপির আদাবর থানা ও জিএমপির বাসন থানায় দায়ের করা দু’টি পৃথক হত্যা মামলার এজারনামীয় আসামি।
ওদের কঠিন শাস্তি দাবি করছি।
আইনের শাসন প্রতিষ্ঠা না হলে, এমন দুর্নীতি করবে, পালাবে আবার কিছু কিছু ধরাও খাবে, আবার ছাড়াও পাবে!
আইনের শাসন প্রতিষ্ঠা না হলে, এমন দুর্নীতি করবে, পালাবে আবার কিছু কিছু ধরাও খাবে, আবার ছাড়াও পাবে!
মানিক সাহেব হতে মনে চচ্ছে
আইনের লোক হয়েও তারা অনৈতিক কাজকর্ম করেছিল বিধায়...কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে যেতে চায়...আবার অনেক বিচারপতিও সেনানিবাসে নিয়েছিল আশ্রয়...স্বভাবতই ছন্দে ছন্দে বুঝতে কারোর বাকি নাই...আদর্শ নীতির অভাব থাকায়...দূর্নীতির বিস্তার ঘটেছিল দেশের সব সেক্টরের সব জায়গায় ।
কি আশ্চর্য!! নেত্রী থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবার গন্তব্য এক ও অভিন্ন।প্রিয় দেশ ভারত ছাড়া তাদের গুডবুকে আর কেউ নেই!!!!!
যেভাবে আওয়ামীলীগের নেতাদের বাসায় টাকার পাহাড় পাওয়া গেছে এদের বাসায় ও টাকা আছে কি না অনুসন্ধান করুন। খালি হাতে ওপারে যাওয়ার জন্য সীমান্তে যায় নি। কত বিদেশী মুদ্রা পাওয়া গেছে তা উল্লেখ নাই কেন ?
আগে এদের ব্যাংক হিসাব, পাসপোর্ট জব্দ করুন। কোথায় কতো বৈদেশিক মুদ্রা পাচার করেছে তাহা উদ্ধার করে রাস্ট্রীয় কোষাগারে জমা করুন।
নামাজ পড়ে কপালে ঘাটি বানানো লোক কী ভাবে দূর্নীতি করে......... চুরি করার সময়এই বোধটুকুও কী ও ওদের হয় নাই........