ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

রিয়াদের বৈঠকে জয়শঙ্কর

ভারত অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায়

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৪:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২১ অপরাহ্ন

‘গাজার পরিস্থিতি নিয়ে ভারতের নীতিগত অবস্থান বদলায়নি। ভারত অবিলম্বে গাজ়ায় যুদ্ধবিরতি চায়।’ রিয়াদের বৈঠকে বিষয়টি স্পষ্ট করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

সোমবার গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এ বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে ভারতের প্রথম বৈঠকে জয়শঙ্কর বলেন, ‘আমরা সন্ত্রাসবাদ এবং মানুষকে বন্দী করে রাখার বিরোধিতা করি, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে দাঁড়িয়ে গাজ়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। আমরা একের পর এক নিরীহ মানুষের মৃত্যুতে শোকাহত।’

এই বৈঠকে প্যালেস্টাইন প্রসঙ্গ উঠতেই জয়শঙ্কর জানান, বৃহত্তর স্বার্থে প্যালেস্টাইন সমস্যায় বারবার দ্বি-রাষ্ট্র সমাধান খোঁজায় জোর দিতে চেয়েছে ভারত। বর্তমান বিশ্বে কোনও দেশের পক্ষেই একক নীতি নেওয়া সম্ভব না। বিভিন্ন ধরনের নির্ভরশীলতা রয়েছে একে অপরের মধ্যে।’

যুদ্ধ সেই পারস্পারিক সম্পর্কে বিঘ্ন ঘটাচ্ছে, সেই কথা মনে করিয়ে জয়শঙ্কর বলেন, ‘প্রতিকূল সময়েই বোঝা যায় কে কার বন্ধু! এই যুদ্ধ পরিস্থিতিই স্পষ্ট করে দিয়েছে যে, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিদ্যুৎ পরিবহন থেকে মানবসম্পদ—সবকিছুতেই দেশগুলো একে অপরের ওপর কতটা নির্ভরশীল।’  

জয়শঙ্কর বৈঠকে উপস্থিত সবাইকে আরও এক বার মনে করিয়ে দেন, কাজের সূত্রে জিসিসির অন্তর্ভুক্ত দেশগুলোতে ৯০ লাখের বেশি ভারতীয়ের বাস। তারাই ভারত এবং ওই দেশগুলোর মধ্যে সেতুবন্ধনের কাজ করে থাকেন। সেই সব অনাবাসী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য উপস্থিত দেশগুলোকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এদিকে গাজায় নিরাপদ জোনে অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। সর্বশেষ সোমবার দিবাগত রাতে তারা নিরাপদ জোন ঘোষিত খান ইউনুসের আল মাওয়াসি শিবিরে হামলা করেছে। এতে কমপক্ষে ২০টি তাঁবুতে আগুন ধরে যায়। নিহত হন কমপক্ষে ৪।

পাঠকের মতামত

কত বড় মাপের বাটপার এগুলো... ইসরায়েলকে অস্ত্র সহায়তা না করার আবেদন আদালতে সরাসরি খারিজ করে দিয়ে.... তারা ইসরায়েলকে অস্ত্র সহায়তা অব্যহত রাখছে। আবার বলে "যুদ্ধ বিরতির কথা!" ওদের জোতা-পিটা করা দরকার।

আবু মুয়ায আনাস বিন
১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৬:৪৩ পূর্বাহ্ন

বদমাশ কাকে বলে? ইসরায়েলকে ড্রোন্ দিচ্ছে, পাঠাচ্ছে ভারী বোমা। এদিকে মুখে বলছে শান্তির কথা। এদেশটার জন্য অপেক্ষা করছে বড় রকমে এক শাস্তি। শুধু সময়ের ব্যাপার।

Catzilla
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:০১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status