ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

ভারত

'৩৭০ ধারা ইতিহাস হয়ে গেছে, তা আর কখনই জম্মু-কাশ্মীরে ফিরবে না'

মানবজমিন ডিজিটাল

(৯ মাস আগে) ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:১৫ অপরাহ্ন

mzamin

‘৩৭০ ধারা এখন ইতিহাস। আর কখনও ফিরে আসবে না।’ জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করে একথা  আরো একবার সাফ জানিয়ে দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট হবে উপত্যকায়। তার আগেই এমন কথা শোনা গেল শাহর মুখে। তিনি দাবি করলেন, স্বাধীনতার পর থেকেই গেরুয়া শিবিরের কাছে কাশ্মীরের গুরুত্ব ছিল অপরিসীম। এবং একে ভারতের সঙ্গে যুক্ত করে রাখতে বিজেপি বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ। জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে নভেম্বর-ডিসেম্বর। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কেন্দ্র। বিশেষ  রাজ্যের মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। পরিবর্তে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করে কংগ্রেসকেও একহাত নিয়েছেন শাহ। ন্যাশনাল কনফারেন্সের ইস্তেহারের প্রসঙ্গও উঠে আসে তার মুখে। কাশ্মীরের নির্বাচনে জয়লাভ করলে তারা ৩৭০ ধারা ফেরাবে বলে দাবি করেছে ন্যাশনাল কনফারেন্স। 

এ প্রসঙ্গে শাহ বলেন, তিনিও ওই ইশতেহার পড়েছেন। এর পিছনে কংগ্রেসের প্রচ্ছন্ন মদত রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন - 'বিচ্ছিন্নতাবাদীদের কাছে মাথা নোয়াতে অনুচ্ছেদ ৩৭০ ব্যবহার করত কোনও কোনও সরকার। আমরা সেই সময় দেখেছি  সরকারগুলি হুরিয়াতের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সামনে মাথা নত করেছিল। কিন্তু এখন অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫-এ  আমাদের সংবিধানের আর অংশ নয়।  যখন ভারত এবং জম্মু ও কাশ্মীরের ইতিহাস লেখা হবে, তখন ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা হবে।”

বিজেপির ইশতেহার প্রকাশ করে শাহ বলেন, ‘আমি  জম্মু ও কাশ্মীরে বিজেপির সরকার আনতে মানুষের কাছে আহ্বান জানাচ্ছি  এবং আমরা এটিকে একটি উন্নত রাজ্যে পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

স্বরাষ্ট্র মন্ত্রী মনে করেন, ‘ অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার শান্তির পথ প্রশস্ত করেছে। সমাজের প্রান্তিক স্তরের নারী, গুজ্জর, বাকরওয়াল, পাহাড়ি, ওবিসি, বাল্মীকি এবং গুর্খাদের মতো জনজাতির সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করেছে।’

তিনি পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) প্রধান মেহবুবা মুফতির পাকিস্তানের সাথে ট্রান্স-এলওসি সংযোগ পুনরায় শুরু করার পরিকল্পনাকে উল্লেখ  করে বলেছেন, "আমাদের অবস্থান পরিষ্কার… আলোচনা এবং  বিস্ফোরণ একসাথে চলতে পারে না। সীমান্তের ওপার থেকে সন্ত্রাস বন্ধ না করা পর্যন্ত আমরা আলোচনার পক্ষে নই। তবে আমরা জম্মু ও কাশ্মীরের তরুণদের সঙ্গে কথা বলব।' শাহ নির্বাচন-পরবর্তী জোট নিয়ে যে কোনো জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘বিজেপি নিজেরাই সরকার গঠন করবে।’

সূত্র : হিন্দুস্থান টাইমস

পাঠকের মতামত

৩৭০ ধারা তোর ধুতি-তে গুঁজে রাখ। আজ হোক আর কাল, কাশ্মীরীরা স্বাধীন ছিলো এবং স্বাধীন হবেই হবে। অবশ্য আরো কয়েকটা রাজ্যও একই সাথে স্বাধীন হবে।

রসিক নাগর
৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৯:১০ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status