ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

আনিসুল-সালমান ফের রিমান্ডে

‘কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম’

স্টাফ রিপোর্টার
৩০ আগস্ট ২০২৪, শুক্রবার
mzamin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন সিকদার (৩১) কে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
ওদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানির সময় আদালতকে বলেছেন, আমি ও সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। ঘটনার বিষয়ে কিছুই জানি না। আদালতের কাছে ন্যায়বিচার চাই।
ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে ফের ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল সকাল ৭টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
জিয়াউল আহসান-সাদেক খান ফের রিমান্ডে: সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাদের সকাল ৭টায় আদালতে হাজির করে পুলিশ। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবরে জাকিরকে গুলি করে হত্যা মামলায় সাদেক খানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে কোটা আন্দোলন চলাকালে আদাবর থানা এলাকায় সুমন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

পাঠকের মতামত

গ্রেফতারকৃত ব্যক্তিগণের হালনাগাদ ছবি দেখান ।

মোয়ারেফ আহমেদ
৩০ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:০০ অপরাহ্ন

জী,আপনারা ২ জন কোটা সংষ্কার আন্দোলন এর বিরুদ্ধে থাকায় এতো শত,শত ছাত্র জনতা কে হতাহত করতে পেরেছেন। আন্দোলন সফলতা লাভ করেছে। সব হত্যার নিরপেক্ষ তদন্তের পরে বিচার হবেই।" বিচার বিভাগ স্বাধীন "

no name
৩০ আগস্ট ২০২৪, শুক্রবার, ১১:০৭ পূর্বাহ্ন

, আইন মন্ত্রী আনিছুল হক এখন বাছার জন্য মিথ্যা কথা বলছে

mabkhokon
৩০ আগস্ট ২০২৪, শুক্রবার, ৭:৪০ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status