খেলা
মুশফিক-মুমিনুলদের বিপক্ষে খেলে বাংলাদেশের ধারণা পেতে চান শাকিল
স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, বুধবারবাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে পৌঁছানোর বেশ কয়েক দিন আগেই পাকিস্তানে গেছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চার দিন ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি । যার প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়িয়েছে গতকাল। এই চার দিনের ম্যাচের দলে আছেন মুশফিকুর রহীম, মুমিনুল হক, মাহমুদুল হাসান, জাকির হাসানদের মতো টেস্ট দলের নিয়মিত সদস্যরা। মুশফিক-মুমিনুলের মতো জাতীয় টেস্ট দলের ক্রিকেটারদের বিপক্ষে খেলেই বাংলাদেশ দল সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান পাকিস্তান শাহিনসের অধিনায়ক ও মূল টেস্ট দলের সহ-অধিনায়ক সৌদ শাকিল।
গতকাল ‘এ’ দলের বিপক্ষে ম্যাচের আগে সৌদ শাকিল বলেন, ‘চার দিনের ম্যাচটি টেস্ট সিরিজের জন্য ভালো প্রস্তুতি হবে। তা ছাড়া, এই দলে বাংলাদেশের মূল টেস্ট দলের সাত-আটজন খেলোয়াড় থাকবে, তাই এই ম্যাচটি আমাদের অনেক কাজে দেবে।’ আগামী ২১শে আগস্ট শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। তাই ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে তাদের কাউকে রাখা হয়নি। প্রথম চার দিনের ম্যাচ খেলেই তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর শান্ত-তাসকিনদের ফুল দিয়ে বরণ করা হয়। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ ছিল না টাইগারদের।
পাকিস্তানের সেই প্রস্তাবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের পাঁচদিন আগেই দেশ ছাড়ে টাইগাররা। বিশ্রাম নিয়ে পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা। ক্রিকেটার, কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে মোট ১৮ জনের বহর গেছে ইসলামাবাদে। সেখান থেকে গতকাল সকালে লাহোরে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা।
এদিকে ‘এ’ দলের হয়ে খেলতে আগে থেকেই বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছেন। খেলা শেষ হলে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
পাকিস্তানের টেস্ট দলে থাকা অনেকেই আছেন প্রথম চার দিনের ম্যাচে। অধিনায়ক হিসেবে শাকিল তো থাকছেনই, সঙ্গে আছেন সরফরাজ আহমেদ, নাসিম শাহ, মোহাম্মদ আলী, কামরান গুলাম, মোহাম্মদ হোরায়রা। তারাও প্রথম চার দিনের ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দেবেন।
শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাংলাদেশ সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সৌদ শাকিলকে। পিসিবির বিবৃতিতে জানানো হয়েছিল, আফ্রিদির ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট সামলাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ২১শে আগস্ট থেকে আগামী বছরের ৫ই এপ্রিলের মধ্যে পাকিস্তান ৯টি টেস্ট, ১৪টি টি-টোয়েন্টি ও ১৭টি ওয়ানডে খেলবে।
শাকিলের কথাতেও একই সুর। তিনি বলেন, ‘শাহিন আমাদের এক নম্বর বোলার। তার জন্য যেটা ভালো হয়, সেটাই টিম ম্যানেজমেন্ট করবে।’