খেলা
আবাহনীর সব ট্রফি ফিরিয়ে দেয়ার আকুতি সাবেক খেলোয়াড়দের
স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, বুধবারশেখ হাসিনা সরকারের পতনের পর জনতার আক্রোশের শিকার হয় ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব লিমিটেড। ক্লাবের অস্থায়ী ভবনের ৮টি কক্ষে ভাঙচুর করা হয়। ৫২ বছরের সব স্মারক ট্রফিও এ সময় লোকজনের হস্তগত হয়। ক্ষয়ক্ষতি দেখতে গতকাল বিকালে আবাহনীর বিভিন্ন ডিসিপ্লিনের সাবেক খেলোয়াড় ও পরিচালকেরা আসেন ক্লাব প্রাঙ্গণে। তারা ক্লাবটির ট্রফি ও গুরুত্বপূর্ণ নথিপত্র ফেরত দেয়ার আকুতি জানান।
গত ৫ই আগস্ট বিকালে প্রায় তিনশ বিক্ষোভকারী এসে চড়াও হয় আবাহনীর অস্থায়ী অফিসে। ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয় তারা। এছাড়া অফিস ভবনে ঢুকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বৈদ্যুতিক বাতি, ফ্যান, ল্যাপটপ, কম্পিউটার ভাংচুর করা হয়। ক্ষয়ক্ষতি দেখতে উপস্থিত হন আবাহনীর সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা। সাবেক হকি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আবদুস সাদেক বলেন, ‘বিগত ৫০ বছরে আবাহনী দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব। এই সময়ে আমরা যে ট্রফি অর্জন করেছি তার সংখ্যা কত আমি নিজেও জানি না।
আবাহনীর সাবেক ক্রিকেটার ও বর্তমানে বিসিবি’র প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘যারা এগুলো নিয়ে গেছেন, তারা যদি কোনো মাধ্যমে কিংবা নিজেরা এসে ট্রফিগুলো ফেরত দিয়ে যান, খুশি হবো। এই বয়সে এসে আপনাদের কাছে আমার এই চাওয়া। আমাদের কোনো ক্ষোভ নেই আপনাদের ওপর।’ এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আবদুস সাদেক, দেওয়ান শরিফুল আরেফিন টুটুল, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আব্দুল গাফফার, শেখ মোহাম্মদ আসলাম, খুরশিদ আলম বাবুল, গোলাম গাউস, ইকবাল হোসেন, জাকির হোসেন, সত্যজিত দাস রুপু ও বিপ্লব ভট্টাচার্য। এছাড়া সাবেক ক্রিকেটারদের মধ্যে খালেদ মাহমুদ সুজন, গাজী আশরাফ হোসেন লিপু, দিপু রায় চৌধুরী, ইমরান হামিদ পার্থ, জাহিদ হোসেন শোভন সহ সাবেক আরো কয়েকজন খেলোয়াড় ছিলেন ক্লাব প্রাঙ্গণে।