খেলা
জুলাইয়ের সেরা অ্যাটকিনসন-চামারি
স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবারক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে আলো ছড়িয়ে বড় এক স্বীকৃতি পেলেন গাস অ্যাটকিনসন। আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হলেন ইংল্যান্ডের এই পেসার। জুলাইয়ের সেরা নারী ক্রিকেটারের সম্মাননা পেলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। সেরার লড়াইয়ে ওয়ানডে অভিষেকে ইতিহাস গড়া স্কটিশ পেসার চার্লি ক্যাসেল ও ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দারকে পেছনে ফেলেন অ্যাটকিনসন। আর আতাপাত্তু পেছনে ফেলেন ভারতের স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে আলো ছড়ান ইংল্যান্ডের পেসার অ্যাটকিনস। তিন ম্যাচের সিরিজে তার শিকার ২২ উইকেট। এর মধ্যে লর্ডসে অভিষেক ম্যাচেই নেন ১২টি। ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে যা দ্বিতীয় সেরা। পরে নটিংহ্যামে দুই ইনিংসে নেন দুটি করে উইকেট। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অ্যাটকিনসনের শিকার ৬ উইকেট। সিরিজটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পথে তার ছিল বড় অবদান। চামারি আতাপাত্তু মাস সেরা হন নারী এশিয়া কাপের পারফরম্যান্স দিয়ে। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে চমৎকার ব্যাটিং উপহার দেন তিনি। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে তিনশ রান করেন লঙ্কান অধিনায়ক। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ১০১.৩৩ গড় ও ১৪৬.৮৫ স্ট্রাইক রেটে আসরে তার সংগ্রহ ৩০৪ রান। ব্যাট হাতে রানের এই স্রোত বইয়ে দেওয়ার পাশাপাশি উইকেট নেন তিনটি। টুর্নামেন্ট সেরার পুরস্কারও ওঠে তার হাতে।