খেলা
দলে আছেন সাকিব ফিরেছেন মুশফিক-তাসকিন
স্পোর্টস রিপোর্টার
১২ আগস্ট ২০২৪, সোমবারসাকিব আল হাসানকে রেখেই পাকিস্তান সফরের জন্য ঘোষণা করা হয়েছে জাতীয় দল। তবে এই ঘোষণার আগে তিনি দলে থাকবেন কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যাকাণ্ডে জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন একেবারেই নীরব। তার এই ভূমিকা মোটেও ভালোভাবে নেয়নি ছাত্রসমাজ ও দেশবাসী। তিনি ছিলেন সরকারি দলের এমপি। মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হলে তিনি সাধরণ ক্রিকেটারের কাতারেই নেমে আসেন। ধারণা করা হচ্ছিল তাকে জাতীয় দলে রাখা হলে জনরোষের মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় দলের নির্বাচকরা। কারণ কানাডাতে গ্লোবাল টি-টোয়েন্টি লীগ খেলার সময় এই ইস্যুতে সরাসরি দর্শকদের তোপের মুখে পড়েছিলেন সাকিব। এ নিয়ে তৈরি হয়েছিল বিতর্কও। তবে শেষ পর্যন্ত তাকে রেখেই পাকিস্তান সফরে দল ঘোষণা করেছে বিসিবি। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। বর্তমানে সাকিব দেশে নেই। দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। আজ পাকিস্তান সফরে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। তবে তাদের যাওয়ার কথা ছিল ১৭ই আগষ্ট। হয়তো অনুশীলন ও আবহওয়ার সঙ্গে মানিয়ে নিতেই ৪ দিন আগানো হয়েছে সফরের সময়। অন্যদিকে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহীম ও পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে লাল বলের ক্রিকেট থেকে তাসকিন বিরত ছিলেন। খেলেননি সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। প্রায় ১৪ মাস পর টেস্ট খেলবেন তাসকিন। অন্যদিকে চোটের কারণে সবশেষ সিরিজে খেলতে পারেননি মুশফিকও। সে সময় দলে জায়গা করে নিয়েছিলেন তরুণ মিডল-অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। তবে চলতি সিরিজে দিপুকে দল থেকে বাদ দেয়া হয়েছে। সাকিব দেশে নেই। তিনি লম্বা সময় ধরেই খেলছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। সবশেষ দুই বছরে খেলেছেন মাত্র দুটি টেস্ট যার শেষটি দেশের মাটিতে এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে। সময় এগিয়ে নেয়াতে দলের সঙ্গে যোগ দিয়ে সাকিব অনুশীলনটা করে নিতে পারবেন। কাল সকালে লাহোরে পৌঁছবে দল। গাদ্দাফি স্টেডিয়ামে ১৬ই আগস্ট পর্যন্ত চলবে অনুশীলন। এরপর ১৭ই আগস্ট ইসলামাবাদে যাবে বাংলাদেশ। সেখানে তিন দিন অনুশীলনের পর শুরু হবে টেস্ট সিরিজের খেলা। প্রথম ম্যাচ শুরু হবে ২১শে আগস্ট। পরে আগামী ৩০শে আগস্ট করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
আমার মন্তব্য সাধারণ জনগণ কি বলে জানিনা। সুতরাং এক মাঝি ২ নৌকা বাইতে পারে না।কারণ রাজনৈতিক এবং খেলা ২টা এক সাথে চালানো সম্ভব না। অতএব ২টাই কঠিন কাজ। সবাইকে ধন্যবাদ <>
আমার মন্তব্য সাধারণ জনগণ কি বলে জানিনা। সুতরাং এক মাঝি ২ নৌকা বাইতে পারে না।কারণ রাজনৈতিক এবং খেলা ২টা এক সাথে চালানো সম্ভব না। অতএব ২টাই কঠিন কাজ। সবাইকে ধন্যবাদ <>