খেলা
প্রথম দিন অফিসে এসে যে ৩ সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা
স্পোর্টস রিপোর্টার
(১ মাস আগে) ১১ আগস্ট ২০২৪, রবিবার, ২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর আজ রোববার সচিবালয়ে প্রথম অফিস করেন। প্রথম দিন অফিসে এসেই তার ৩ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন এই নতুন ক্রীড়া উপদেষ্টা।
সিদ্ধান্তগুলো হলো-
১. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই।
২. নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলব।
৩. বিসিবির সভাপতি যেহেতু অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট রাতে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারে সদস্য সংখ্যা ১৭ জন। এর মধ্যে প্রথম ১৪ জন শপথ নেন। পরে আজ আরও দুইজন শপথ নেন।