খেলা
ফ্রান্সকে হারিয়ে অলিম্পিকে সোনা জিতলো স্পেন
স্পোর্টস রিপোর্টার প্যারিস (ফ্রান্স) থেকে
(১ মাস আগে) ১০ আগস্ট ২০২৪, শনিবার, ১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৬ অপরাহ্ন
ইউরো জেতার পর এবার প্যারিস অলিম্পিকে সোনা জিতল স্পেন। শুক্রবার প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনা জেতে দেশটি। ১৯৯২ সালের পর অলিম্পিক ফুটবলে সোনার পদক জিতল দলটি। ফ্রান্সের সামনে ছিল ৪০ বছর পর সোনার পদক জেতার সুযোগ। দুর্দান্ত খেললেও স্বাগতিকেরা সেই সুযোগ নিতে পারেনি।
টানা টান উত্তেজনার ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলের কাউকে আলাদা করা যায়নি। প্রথমার্ধে যোগ্য দল হিসেবে এগিয়ে ছিল স্পেন। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ফ্রান্স। তবে অতিরিক্ত সময়ে অবশ্য আর সমতা থাকেনি।
যদিও শুরুটা দারুণ করেছিল ফ্রান্স। পিএসজির মাঠে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় ফরাসিরা। স্প্যানিশ ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে গোল করেন এনজো মিলো। ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্পেন। ১৮ মিনিটে গোল করেন দলকে সমতায় ফেরান ফারমিন লোপেজ। ম্যাচের ২৬তম মিনিটে আবারও এগিয়ে যায় স্পেন। এ বারও গোল করেন ফারমিনো। তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার আলেক্স বায়েনা। ফ্রি–কিক থেকে দুর্দান্ত এক গোল করেন এই মিডফিল্ডার। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন।
হঠাৎ ম্যাচের পট পরিবর্তনে স্টেডিয়ামের দর্শকেরাও হতভম্ব হয়ে যান। বেশির ভাগই ছিলেন ফ্রান্সের সমর্থক। ফলে গোটা স্টেডিয়ামে চলে আসে পিনপন নিরবতা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্স খেলতে থাকে দূর্দান্ত ফুটবল। দর্শকরাও প্রাণ ফিরে পায় মাঠের ফুটবলে। ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে ফ্রান্স দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৭৯ মিনিটে। গোল করেন মাঘনঁ আকলিয়ুচে। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান অধিনায়ক জ্যঁ-ফিলিপে মাতেতা। অতিরিক্ত সময়েও দুই দল দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। তবে ১০০ মিনিট ও ১২০ মিনিটে কামেয়োর গোলে সোনার হাসি নিয়ে মাঠ ছেড়েছে স্পেন।