অনলাইন
মেহেরপুরে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত
মেহেরপুর প্রতিনিধি
(১ মাস আগে) ৭ আগস্ট ২০২৪, বুধবার, ১২:২৭ অপরাহ্ন
মেহেরপুরে দুর্বৃত্তদের হামলায় নাহারুল ইসলাম (৫০) নামের এক আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাওট গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিন কন্যা সন্তানের জনক নাহারুল জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের মহিরুদ্দীন ওরফে কুরু বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তদের হামলায় তিনি মারাত্বকভাবে আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে তিনি মারা যান। গাংনী থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।