বাংলারজমিন
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় শিক্ষক নিহত
বাগেরহাট প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবারবাগেরহাটে সন্ত্রাসী হামলায় মৃণাল কান্তি চ্যাটার্জি (৭৬) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ সময় নিহতের স্ত্রী শেফালী রানী চ্যাটার্জী (৬০) ও মেয়ে স্কুল শিক্ষক ঝুমা রানী চ্যাটার্জী (৩৮) আহত হয়েছে। গত সোমবার দিবাগত মধ্যরাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।
ঝুমা চ্যাটার্জী সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে বারোটার দিকে একদল সন্ত্রাসী এসে আতর্কিতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে বাবাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে আমাকে ও মাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে বাগেরহাট মডেল থানার ওসি সাইদুল ইসলাম মোবাইল একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।