অনলাইন
বাংলাদেশের সবাই মানুষ, কোনো সংখ্যালঘু নাই: মেজর জেনারেল মাসীহুর
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৬ অপরাহ্ন
সেনাবাহিনীর-১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসীহুর রহমান বলেছেন, বাংলাদেশের সবাই আমরা মানুষ, কোনো সংখ্যালঘু নেই। বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি সবাই আমরা এই দেশের মানুষ।
মঙ্গলবার টাঙ্গাইল শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় উপাসনালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্দির ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমরা ধারণা করি, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেজন্য আমি আজকে সারাদিন মন্দির ও ধর্মীয় উপাসনালয় পরিদর্শনে বের হয়েছি। আমরা তাদের নিরাপত্তা দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের প্রটোকল সব জায়গায়। আশা করছি, ধর্মীয় উপাসনালয়গুলোর কেউ ক্ষতি করতে পারবে না।
তিনি আরও বলেন, হাজার বছর ধরে এই দেশে আমরা থাকি। কোনোভাবে যেন কেউ কোনো সহিংসতা না করে সে বিষয়ে সবার প্রতি অনুরোধ থাকবে। আমরা আশা করি, কেউ কোনো উসকানিমূলক কার্যক্রম করবে না। জিওসি’র ধর্মীয় উপাসনালয় পরিদর্শনের ফলে অত্র এলাকার সকল মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বীন মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা।
Only love tolerence and acceptance of other who are different in peaceful coexistense will lead making beautiful prosperous Bangladesh
Bangladesh always has been the most religious tolerant country in South Asia. It is neither like ultra Hindu like India nor ultra Islamic like Pakistan. Time has come to show and prove it again.
আমরা মানবিক বাংলাদেশ চাই।।
No. Malaun and Ahmedi are not people of Bangladesh. Actually, they are not human beings.
আমরা আশাবাদী হয়ে বলছি পুলিশ যেভাবে অসহজোগীতা করছে সেনাবাহিনী আরও অনেক দায়িত্বশীল ভুমিকা পালন করবে।।সব মিথ্যার অবসান ঘটিয়ে আমরা প্রানভরে বিশুদ্ধ গনতন্ত্রের অক্সিজেন নিতে চাই।।
সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা বিধান মুসলমানদের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব। রাসুল সা: এর ঘোষনা হলো, সংখ্যা ঘরিষ্ট মুসলিম এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমানত। এর ব্যত্যয় হলে রাসুল সা: নিজে শেষ বিচারের দিনে আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আল্লাহ পাক এর দরবারে মামলা দায়ের করবেন। হুঁশিয়ার!!
কাজে প্রমাণ করুন দয়া করে
There is no division in public. By the way, we should carefully monitor the situation prior to get trapped in any propaganda.
মেজর জেনারেল সাহেবের মন্তব্য টি খুবই সত্য/অসাধারণ। যারা নাগরিক টু নাগরিক বিভক্তি টানে তারা ইন্ডিয়ান RAW এর এজেন্ট। বাংলাদেশকে অশান্ত রাখাই RAW এক মাত্র এজেন্ডা। এজন্য 'সংখ্যালঘু' শব্দ টাকে 'এটেম বোম' এর মত কাজে লাগাচ্ছে।
Yes all right, We are all people of Bangladesh. no other name.
সংখ্যা লঘুদের উপর আক্রমণ করা হলো কাপুরুষের কাজ। আমরা বীরের জাতি, কাপুরুষের মতো কাজ করব না। সবার কাছে আমার অনুরোধ রইল।