অনলাইন
আদালত অবমাননা
শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল
স্টাফ রিপোর্টার
(২২ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

আদালত অবমাননার মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার এই সাজা দেন। বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
একইসঙ্গে ওই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কেনো মামলায় শেখ হাসিনার সাজা হল।
ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ নেতা শাকিলের টেলিফোন আলাপ ভাইরাল হয়। ওই অডিও টেলিফোন আলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়– ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’।
ওই আলাপ ভাইরাল হওয়ার পর ট্রাইব্যুনালে আদালত অবমাননার এই মামলা হয়। পরে ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে ‘সত্যতা’ পাওয়ার কথা জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এরই প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
পাঠকের মতামত
খুনির শাস্তি খুনির মতো হওয়া উচিত।
He punishment should include daily cleaning of the prison latrines.
মাত্র ৬ মাস। এটা আপার অপমান হইছে। আপার লেভেল অনেক বড়। এটা ৬০০০ মাস হইলেও মানা যেত। আপাকে এতো অল্পতে সন্তোষ্ট করা যাবে না। আমি প্রতিবাদ করে গেলাম।
তার ফাঁসির রায় কবে হবে? সেই অপেক্ষায় রইলাম।
কোন কোন হত্যা মামলায় হাসিনার কমপক্ষে ১০০ বার ফাসি চাই।
Let her face the music just began .
Good but very poor punishment.Starting case...
এইতো শুরু!