ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

দেশকে স্থিতিশীল করা জরুরি: রব

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৯:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৬ অপরাহ্ন

mzamin

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশকে স্থিতিশীল করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার এক বিবৃতিতে ১১ দফা দাবি জানিয়ে তিনি এ আহ্বান জানান। 
দাবিগুলো হল-জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন; পুলিশ বাহিনীকে দ্রুত পুনর্গঠন ও সক্রিয় করা; সারাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সচল; প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঢেলে সাজানো; বিচার বিভাগকে ঢেলে সাজানো ও দ্রুততম সময়ে সুপ্রিম কোর্ট চালু; প্রতিটি থানাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও সমাজ শক্তি সমূহের প্রতিনিধি নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন;  অগ্নিসংযোগ ভাঙচুর হামলাসহ যে কোন অরাজকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা;  ট্রাফিক পুলিশের অনুপস্থিতে সারাদেশে ছাত্রদের অংশগ্রহণে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা;  ইউনিভার্সিটিসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া; বিশ্ববিদ্যালয়ে হলসহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস খুলে দেয়া; দেশব্যাপী পণ্যের অবাধ পরিবহন ও বাজার মূল্য স্বাভাবিক রাখা।
 

পাঠকের মতামত

দেশকে স্থিতিশীল করার জন্য সব দলের পক্ষ থেকে পাহারার ব্যবস্থা করা দরকার। সরকার তথা প্রেসিডেন্ট, পুলিশ বাহিনী, ও সেনাবাহিনী পাহারার দায়িত্ব পালন করতে হবে । ছাত্রদের উপর বেআইনি গুলি করছে এখন দায়িত্ব পালন করতে পারবে না ? তাদের কে হত্যার জন্য দায়ী সাবেক সরকারের ক্যাডেটদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে । নতুন করে ও ঐ সরকারের সন্ত্রাসীরা বা ছাত্রদের বহির্ভূত অতি উৎসাহীরা আক্রমণ হত্যা ও অগ্নি সংযোগ করলে বিচারের আওতায় আনুন ।

Kazi
৭ আগস্ট ২০২৪, বুধবার, ৭:১৩ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status