খেলা
বাংলাদেশে নারী বিশ্বকাপ শঙ্কায়
সঠিক পরিবেশ ফিরিয়ে বিশ্বকাপ আয়োজনের দাবি দেবব্রতের
স্পোর্টস রিপোর্টার
৭ আগস্ট ২০২৪, বুধবারচলতি বছরের অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে। কিন্তু দেশ জুড়ে গত এক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীল অবস্থায় এখন বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে বর্তমান সংসদ বিলুপ্ত করা হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন দেয়া সময়সাপেক্ষ ব্যাপার। এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইসিসি ইতিমধ্যে বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যু নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে। আইসিসিকে যদি বাধ্য হয়ে বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে হয়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে সংক্ষিপ্ত দেশগুলোর তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৩রা অক্টোবর বিশ্বকাপের পর্দা ওঠার কথা। আর শেষ হওয়ার কথা ২০শে অক্টোবর। তবে সাম্প্রতিক সহিংসতায় নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিনটি দেশের সরকার এরইমধ্যে তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্ক করেছে। সরজমিন দেখা যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটে বিশ্বকাপের কাউনডাউন বিলবোর্ডটি ভেঙে ফেলা হয়েছে।
আইসিসি’র এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে নিয়ে আইসিসি ভালোভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সব
অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং ভালো থাকাই আমাদের অগ্রাধিকার।’ ইএসপিএন ক্রিকইনফো জানায়, ভারত ও শ্রীলঙ্কা অল্প সময়ের মধ্যে একাধিক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজনে সক্ষম হলেও কিছু প্রশ্ন থেকে যায়। অক্টোবরে শ্রীলঙ্কায় প্রচুর বৃষ্টি হয় এবং ভারতে পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা পাওয়ার ব্যাপারে জটিলতা তৈরি হতে পারে। তবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সঠিক পরিবেশ ফিরিয়ে এনে বাংলাদেশেই বিশ্বকাপ আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘অ্যাডহক কমিটি হোক বা যারাই দায়িত্বে আসে তাদের কাছে আমাদের দাবি, যেন সঠিক পরিবেশ ফিরিয়ে এনে বাংলাদেশেই নারীদের এই বিশ্বকাপ আয়োজন করা হয়।’
সর্বশেষ ২০২১ সালে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট বিকল্প ভেন্যুতে আয়োজন করতে হয় আইসিসিকে। কোভিড মহামারিতে সেবার ভারতের জায়গায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বত্ব পায় সংযুক্ত আরব আমিরাত ও ওমান।