ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

চার দশকের অপেক্ষা শেষ হওয়ার হাতছানি ফ্রান্সের সামনে

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৪, বুধবার

ফুটবল বিশ্বকাপের শেষ দুই আসরে ফাইনাল খেলেছে ফ্রান্স। প্রথমবার শিরোপাও ঘরে তুলেছে তারা। এছাড়া শেষ চার দশকের সাফল্য ধরলে আরও একটি বিশ্বকাপ আর ইউরোপার ট্রফিও আছে দলটির শোকেজে। তবে ছিল না অলিম্পিকের সোনা। এবার অলিম্পিকে ৪০ বছরের খরা কাটানোর হাতছানি তাদের সামনে। সোমবার প্যারিস অলিম্পিকসের পুরুষ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে  মিশরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফ্রান্স। স্বর্ণ জয়ের দৌড়ে তাদের সামনে আগামী শুক্রবার শেষ বাঁধা স্পেন। যারা কয়েকদিন আগেই ইউরো জিতেছে। এবার আসরের শুরু থেকেই দারুণ ছন্দে আছে ফ্রান্স। গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে সবগুলো জিতে নকআউট পর্বে ওঠে দলটি। কোয়ার্টার-ফাইনালেও জাল অক্ষত রেখে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় তারা। তবে সেমিফাইনালে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। কিন্তু এতদূর এসে তো খালি হাতে ফেরা যায় না। বদ্ধপরিকর ফরাসি জ্যাঁ-ফিলিপে মাতেতার জোড়া গোল ও ওলিসের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। তাতেই পৌছে যায় ফাইনালে। ১৯৮৪ সালের অলিম্পিকসে সবশেষ এবং একমাত্র সোনার পতক জিতেছিল ফ্রান্স। এবার সেই দীর্ঘ খরা কাটানোর সুযোগ অঁরির দলের সামনে। তবে, এতেই সন্তুষ্ট না হয়ে সেটায় সোনালী রং দিতে মরিয়া কোচ থিয়েরি অঁরি। তিনি বলেন, ‘কী অসাধারণ এক রাত! সব কৃতিত্ব প্রাপ্য খেলোয়াড়দের। মিশর সত্যিই দারুণ খেলেছে আজ, কিন্তু আমরা কখনোই জয়ের লক্ষ্যে চেষ্টা থামায়নি এবং সমর্থকরা আমরা অনুপ্রাণিত করেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখন একটি পদক নিশ্চিত। কিন্তু এখন আমাদের ৪০ বছর পর প্রথম সোনার পদক জয়ের লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে যেতে হবে। ফাইনালে স্পেনের মুখোমুখি হতে হবে এবং এটা কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status