খেলা
সাকিবের সঙ্গে চুক্তি বাতিল করলো ডি স্মার্ট কোম্পানি
স্পোর্টস ডেস্ক
৬ আগস্ট ২০২৪, মঙ্গলবারক্রিকেটার নাকি মডেল নাকি বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত। সাকিবের সঙ্গে এর সবক’টি পরিচয়ই লাগানো যায়। ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে স্পন্সররা হুমড়ি খেয়ে পড়ে তার দরজায়। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই সমর্থকের রোষানলে সাকিব। এবার শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন না করায় সমর্থন হারাতে থাকেন তিনি। এবার শুরু হলো স্পন্সর হারানো। সাকিবের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি বাতিল করেছে ডি স্মার্ট কোম্পানি।
এক সময় খেলা চলাকালেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি কিংবা শোরুম উদ্বোধনকে কেন্দ্র করে ট্রোলের সম্মুখীন হতে হয় সাকিবকে। অনুশীলন বাদ দিয়ে স্পন্সরের বিজ্ঞাপন ভিডিও শুটিং করায়ও অনেকবার সমালোচনার মুখে পড়েন তিনি।
এমনই একটি ইউনিফর্ম সাপ্লায়ার প্রতিষ্ঠান ডি স্মার্ট সলিউশন লিমিটেড কোম্পানির সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি ছিল সাকিবের। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হাসান দুলন রোববার রাতে তার সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেন।
এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমি অনুতাপের সঙ্গে জানাচ্ছি যে, ডি স্মার্ট সলিউশন লিমিটেডের সকল টিম মেম্বার এবং বোর্ড অব ডিরেক্টরের সদস্যগণ সম্মিলিতভাবে জনাব সাকিব আল হাসানের সঙ্গে সম্পৃক্ততা রাখতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সকলের এই সম্মিলিত দাবির সঙ্গে মত রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাবো।’
তবে ঠিক কী কারণে এই তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে, সেটি জানায়নি প্রতিষ্ঠানটি। তবে নেটিজেনদের অনেকেই ডি স্মার্টের কর্মকর্তা দুলনের পোস্টে তাদের প্রশংসা করে মন্তব্য করেছেন।
তার মত একজন জুয়ারোকে সবকিছুর থেকে বয়কট উচিৎ
এদের মত লোভী অশিক্ষিতগন কেবল মাত্র ব্যর্থ রাজনৈতিক প্রভাবে এতো দুর আসতে পেরেছে। ধীক্কার তার জন্য।
This Awami MP should be barred to enter the country