অনলাইন
কৃষিমন্ত্রীর বাসভবনে আগুন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
(১০ মাস আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আজ সোমবার সন্ধার দিকে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের শ্রীমঙ্গল বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া শ্রীমঙ্গল থানাসহ বিভিন্ন দোকানপাঠ ও স্থাপনায় হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ শহরে মিছিল করেন। এসময় শ্রীমঙ্গল থানাসহ দোকানপাঠে হামলা ভাঙচুরসহ চালান একদল মানুষ। এছাড়া সন্ধার দিকে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের শ্রীমঙ্গল বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন দুবৃর্ত্তরা। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভুষন রায় এর মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে শ্রীমঙ্গলে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ মিছিল করছেন।