ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

সাভারে-আশুলিয়ায় গুলিতে নিহত ৯

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

(১০ মাস আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন

সাভারে আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি করলে ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিকসহ গুলিবিদ্ধ অবস্থায় অর্ধশতাধিক লোক বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গুলিতে নিহত যুবকের নাম রমজান (৩৫)। তার বুকের বাম পাশে গুলি লেগেছে। সে আশুলিয়ার বাইপাইল মৎস আড়তে লেবারের কাজ করতো। তার বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে। নিহত অপর দুজনের নাম মোজাহিদ (২৮) ও শ্রাবন (২২)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদিকে সন্ধ্যার পর আহত আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রত্যক্ষদর্শী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রমজান আমাদের আড়তে লেবারের কাজ করতো। দুপুরে গোসল করে আড়ত থেকে বাসায় যাওয়ার পথে তার বুকে গুলি লেগেছে। প্রথমে তাকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেলে নিয়ে যেতে বলে। এনাম মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা রমজানকে মৃত ঘোষণা করেন। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী ৩ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১১টায় সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লায় মাছরাঙা টেলিভিশনের সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবকে গুলি করেছে পুলিশ। এসময় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status