ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হলো নজরদারি, কলকাতায় বিএসএফ-এর ডিজি

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন

অশান্ত ওপার বাংলা। ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন সেনাপ্রধান। এই পরিস্থিতিতে সোমবার হাই অ্যালার্ট ইস্যু করেছে বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ-এর ডিজি  ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন বলেও খবর। বিএসএফ-এর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার পরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায়। সূত্র মারফত জানা গেছে, বাংলাদেশে চলতে থাকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছিল‌। সোমবার বেলা গড়ানোর সঙ্গে বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ। কোনওভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে। সীমান্তের প্রতিটি চৌকিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি। টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। যে কোনও পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া যায় সেবিষয়ে সতর্ক আছে বিএসএফ।

পাঠকের মতামত

মমতাদি যেন কোনো খুনি-ধর্ষক-গুন্ডা-সন্ত্রাসীকে জায়গা না দেন।

আজাদ আবদুল্যাহ শহিদ
৫ আগস্ট ২০২৪, সোমবার, ৫:২০ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status