খেলা
অস্ট্রেলিয়ায় বড় জয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশ এইচপি’র
স্পোর্টস ডেস্ক
২ আগস্ট ২০২৪, শুক্রবারপারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন। তবে মিডল অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। এরপর শেষ দিকে ব্যাট হাতে দারুণ কার্যকরী এক ইনিংস খেলেন আবু হায়দার রনি। তাতে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। এরপর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক নর্দান টেরিটরি ক্রিকেট এসোসিয়েশন ক্লাবকে হারায় এইচপি।
গতকাল অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভালে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নর্দান টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবকে ১১২ রানে হারায় বাংলাদেশ এইচপি দল। টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। জবাবে খেলতে নেমে ৪২ ওভারে ১৩৮ রান তুলে অলআউট হয় নর্দান টেরিটরি।
২৫১ রানের লক্ষ্যে তাড়ায় ২৬ রানে প্রথম উইকেট হারায় নর্দান টেরিটরি। প্রথম পাওয়ার প্লে শেষে তাদের আন ছিল ৩ উইকেট হারিয়ে ৩৯। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশের বোলাররা। জ্যাকব ডিকম্যান একপ্রান্ত আগলে রেখে ৮৭ বলে ৫১ রানের ইনিংস খেললেও সেটা কেবল হারের ব্যবধানই কমায়। এইচপি দলের হয়ে আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাটিং করতে নেমে বিসিবি এইচপি দলের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম গড়েন ১০০ রানের উদ্বোধনী জুটি। ২০তম ওভারের চতুর্থ বলে ইমন ৪৭ রানে বিদায় নিলে ভাঙে এই জুটি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। এরপর আরেক ওপেনার তামিমও ফিফটির পর বিদায় নেন। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ১টি ছক্কায় ৬৪ বলে ৫৩ রান। দুই ওপেনার বিদায় নেওয়ার পর বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর ধস নামে ব্যাটিং অর্ডারে।
জিসান আলম ১১ ও অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ৬ রান করে বিদায় নেন। এরপর আকবর আলী ও শামীম হোসেন পাটোয়ারি হাল ধরার চেষ্টা করেন। তবে তাদের কেউই ইনিংস বড় করতে পারেননি। আকবর ২৬ ও শামীম ২০ রান করেন।
এরপর দলকে আড়াইশোর ঘরে নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন আবু হায়দার রনি। ৮ নম্বরে নেমে ৪১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন খেলেন এই ডানহাতি পেসার। যেখানে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। আগামী মঙ্গলবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি।