অনলাইন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আজ ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৫ অপরাহ্ন

সারাদেশে ছাত্র-জনতার ওপর হত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ে আজ বৃহস্পতিবার ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিতে থাকবে নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রেট তৈরি প্রভৃতি।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।