ভারত
অজ্ঞাত পরিচয় দেহের শনাক্তকরণে পশ্চিমবঙ্গে চালু হলো 'অস্বাভাবিক মৃত্যু অ্যাপ'
সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে
(১ মাস আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১২ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন উদ্ধার হওয়া বহু অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহের একটি বড় অংশ শনাক্ত না হয়ে বিভিন্ন মর্গে পড়ে থাকে। নির্দিষ্ট সময়ের পরে বেওয়ারিশ হিসেবেই সৎকার করে দেয়া হয়। এই সমস্যা সমাধানে এবার পুলিশের অস্ত্র নয়া অ্যাপ। অজ্ঞাত পরিচয় দেহের শনাক্তকরণে রাজ্যে চালু হল অস্বাভাবিক মৃত্যু অ্যাপ। প্রত্যেক থানায় একজন করে অফিসারকে ওই অ্যাপটি কার্যকর করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, কোথাও কোনও অস্বাভাবিক মৃত্যু ঘটলে অফিসার ট্যাব নিয়ে সেখানে পৌঁছে যাচ্ছেন। কারও অস্বাভাবিক মৃত্যু হলে তার ছবি সহ বিস্তারিত তথ্য আপলোড করতে হচ্ছে ওই অ্যাপে। যা দেখে নিখোঁজ ব্যক্তির পরিবার বা পুলিশ তা শনাক্ত করতে পারবে।
পুলিশ সূত্রে খবর, সিআইডির তত্ত্বাবধানে ওই অ্যাপটি তৈরি হয়েছে। প্রতিটি থানার হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে ট্যাব। রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটা থানা ওই অ্যাপের তথ্যভান্ডার দেখতে পাবেন। নিখোঁজ ব্যক্তির পরিবার, যারা থানায় ডায়েরি করেছেন তারাও অস্বাভাবিক মৃত্যু হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছবি দেখার সুযোগ পাবেন। নিখোঁজ ব্যক্তির সঙ্গে মিল থাকলে তিনি তা জানাতে পারবেন ওই অ্যাপে। মৃতের পরিচয় জানা থাকলে সেটিও আপলোড করা হচ্ছে। সেই সঙ্গে কোন থানা এলাকায় ঘটনাটি ঘটেছে, তা নথিভুক্ত করার পাশাপাশি কোথায় ময়নাতদন্ত করা হচ্ছে সেটিও থাকছে পুলিশ অফিসারের দেওয়া তথ্যে। কিন্তু কেন এই অ্যাপ তৈরির সিদ্ধান্ত? সূত্রের খবর, নেপথ্যে বাগুইআটির দুই মৃত কিশোর। নিখোঁজ হবার পর উত্তর ২৪ পরগনার দুই প্রান্তে দু’জনের দেহ উদ্ধার করা হলে তা শনাক্ত হয় প্রায় ১০ দিন পরে। যা নিয়ে সেই সময়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় পুলিশকে। এমন ঘটনা যাতে আর না-ঘটে, সে জন্যই ওই অ্যাপ চালু করা হয়েছে বলে পুলিশকর্তারা জানিয়েছেন।