ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

‘যশ ও খ্যাতি কোহলিকে বদলে দিলেও রোহিত আছেন আগের মতোই’

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৪, বুধবার
mzamin

গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। কোহলি তো এ সময়ে নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। দু’জনের ব্যক্তিত্ব নিয়ে সম্প্রতি কথা বলেছেন তাদেরই একসময়ের সতীর্থ অমিত মিশ্র। তার দাবি যশ ও খ্যাতি কোহলিকে বদলে দিলেও রোহিত আছেন আগের মতোই। 
ইউটিউবে এক পডকাস্টে ভারতের সাবেক ক্রিকেটার অমিত মিশ্র ব্যক্তি হিসেবে রোহিত-কোহলির পার্থক্য তুলে ধরেন। এই লেগ স্পিনার দাবি করেন কোহলি বদলে যাওয়ার কারণেই রোহিতের বন্ধু বেশি। এই লেগ স্পিনার বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমি ওকে (কোহলি) অনেক সম্মান করি। তবে কোহলির সঙ্গে আগের মতো এখন আর সম্পর্কটা নেই। কোহলির তুলনায় রোহিতের বন্ধুর সংখ্যা কম কেন? রোহিত-কোহলির আচার-ব্যবহার ভিন্ন।’
২০১৭ সালে সর্বশেষ ভারতের হয়ে খেলা মিশ্র বলেন, ‘অনেক বছর ধরেই আমি ভারতীয় দলের অংশ নই। তবে এখনো যদি আইপিএল কিংবা অন্য কোনো ইভেন্টে রোহিতের সঙ্গে দেখা হয়, ও সব সময় মজা করে। রোহিত কী মনে করবে সেটা আমার ভাবতে হয় না। আমি বিরাটের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। আমরা প্রায় কথা বলা বন্ধই করে দিয়েছি। আপনার যখন খ্যাতি ও ক্ষমতা থাকে, তখন অনেকে মনে করে তার সঙ্গে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে নিয়ে কথা বলছে। অবশ্য আমি কোনোদিনই এমনটা করিনি।’ তিনি আরও বলেন, ‘যখন ওর বয়স ১২-১৪, তখন থেকে ওকে চিনি। ওই সময়ে ওর রাতে সমুচা লাগতো, প্রতিরাতে পিৎজা লাগতো। আমি যে চিকুকে (কোহলির ডাক নাম) চিনতাম তার সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির অনেক পার্থক্য আছে।’
এর আগে অনেকটা একই দাবি করেছিলেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। তিনি বলেছিলেন, ‘কোহলি ব্যস্ত থাকে, তাই ওকে বিরক্ত করি না। তরুণ বিরাট কোহলির নাম তো ছিল চিকু, আর এখন তো ও বিরাট কোহলি, এখানে অনেক বড় পার্থক্য আছে।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status