খেলা
আশা দেখাচ্ছেন সাগর, ইমরানুর ও রবিউল
স্পোর্টস রিপোর্টার
১৩ জুলাই ২০২৪, শনিবার
অন্য যে কোনো সময়ের তুলনায় আসন্ন প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি। আরচারির সাগর ইসলামের সরাসরি অংশগ্রহণ এবং শুটিংয়ে কোয়ালিফাইয়ের খুব কাছাকাছি চলে যাওয়ায় এই সম্ভাবনা দেখছেন বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ও বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। এছাড়াও ভালো প্রস্তুতি হওয়ায় অ্যাথলেটিক্স নিয়েও প্রত্যাশা আছে তার। বাংলাদেশের অ্যাথলেটদের জন্য অলিম্পিক অভিজ্ঞতা সুখকর ছিল না কখনোই। লম্বা সময় গ্রেটেস্ট শো অন আর্থে সব সময় বাংলাদেশের অ্যাথলেটদের পদচারণা থাকলেও, অর্জন আটকে আছে শিক্ষা সফরেই। তবে সম্ভাবনা বিবেচনায় অন্য যে কোনো বারের তুলনায় এবারের প্রেক্ষাপট কিছুটা আলাদা। টোকিও অলিম্পিকের মতো এবার প্যারিস অলিম্পিকে কোটা প্লেস পেয়েছেন আরচারি। স্বাভাবকিভাবে তাই সাগর ইসলামকে ঘিরে প্রত্যাশার পারদ উর্ধ্বমূখী। সাগরও বেশ আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, তুরস্কের আন্তেলিয়ায় যাদের হারিয়ে কোটা প্লেস অর্জন করেছি, সেই পারফরমেন্স এখানে বজায় রাখতে পারলেই ভালো কিছু হবে।
সম্ভাবনার দারুণ গল্প আছে শুটিংয়ের রবিউল ইসলামকে ঘিরেও। সাগরের মতো তিনিও পেতে পারতেন কোটা প্লেস। সেটা নিয়ে আক্ষেপে না পুড়ে বরং তাকে নিয়েও বড় প্রত্যাশা করছে বাংলাদেশ। শেফ দ্য মিশন বাংলাদেশের ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘শুটিং ও আরচারি খেলার ধরন প্রায় একই। এটা একটা টেকনিক্যাল গেম। সাহসটা যদি ঠিকমতো থাকতে পারে অবশ্যই ভালো খেলবে। আমিতো মনে করি আরচারির ভালো করা উচিত।’ সীমাবদ্ধতা স্বত্তেও দেশের শুটিংয়ে সফলতা খারাপ না। সেই মুকুটে যুক্ত হতে পারে আরও একটি পালক। যদিও অলিম্পিকের আগে শুটিং ফেডারেশনের প্রত্যাশা ছিল দেশের বাইরে ক্যাম্প করার। অর্থ সংকটে তার বাস্তবায়ন সম্ভব হয়নি। রেঞ্জে কিছুটা পরিবর্তন এনে বাংলাদেশেই নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। শুটিংয়ের প্রস্তুতি নিয়ে শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব অপু বলেন, ‘রবিউল যথেষ্ট পরিমাণে প্রস্তুত। তার যথেষ্ট ট্রেনিং হয়েছে। আমরা চাচ্ছি ও যেন ফাইনাল খেলতে পারে। ও যদি সেদিনে সাহসটা দেখাতে পারে, নার্ভাস না হয় আমার তো ময়ে হয় ভালোই রেজাল্ট করবে।’ শুটিং আরচারির পাশাপাশি অ্যাথলেটিক্সও সম্ভাবনময়।
এশিয়ার মঞ্চে নিজের মুনসিয়ানা দেখিয়েছেন ইমরানুর রহমান। এবার অলিম্পিকের মঞ্চে নিজেকে পরিচয় করিয়ে দেয়ার অপেক্ষা। ইংল্যান্ডে চলছে তার নিবিড় অনুশীলন। সেখান থেকেই দেশের দ্রুততম মানব ধরবেন প্যারিসের বিমান। অপু বলেন, ‘সবকিছু মধ্যে অনুশীলনটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কীভাবে ট্রেনিং করছে, ট্রেনিংয়ে সাপোর্টটা কেমন পাচ্ছে আহহাওয়া কেমন...। এগুলো গুরুত্ব বহন করে। ইমরানুর যথেষ্ট ফিট। আমি বলব, বাংলাদেশে এমন কোন রানার নেই তার কাছাকাছি আসতে পারে। সে খুবই ভালো।’ ইমরানুরও জানিয়েছেন তার প্রস্তুতি বেশ ভালো হয়েছে। তিনি অলিম্পিকের জন্য পুরোপুর প্রস্তুতি। লন্ডন থেকে এই স্প্রিন্টার বলেন, ‘মাঝে আমার কিছুটা ইনজুরি ছিল। তবে এখন আমি অলিম্পিকের জন্য ফিট। অলিম্পিকের জন্য কাতারেও বেশকিছু ট্রেনিং করেছি। বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়েছি। আশি করছি সর্বোচ্চ ফর্মনিয়েই প্যারিসে দৌড়াতে পারি।’ এই তিন জনের বাইরে অলিম্পিকে যাচ্ছেন দুই সাঁতারও সোনিয়া আক্তার ও রাফিউর রহমান রাফি। এদের মধ্যে রাফি ট্রেনিং করছেন থাইল্যান্ডে। আর বিকেএসপিতে ট্রেনিংয়ে ব্যস্ত সোনিয়া। প্যারিসের বিমান ধরার আগে সোনিয়া বলেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই একটা ব্যাপার। অলিম্পিকে যাচ্ছি, অবশ্যই আমি সৌভাগ্যবান। বিশ্বের সেরা সাঁতারুদের সঙ্গে পুলে নামার অভিজ্ঞতা হবে। একটা রোমাঞ্চ তো কাজ করছেই। এটা আমার জন্য বিরাট পরীক্ষাও। চেষ্টা থাকবে ভালো কিছু করার।’