ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ফিরে আসার গল্প শোনালেন জাহানারা

স্পোর্টস রিপোর্টার
১৩ জুলাই ২০২৪, শনিবার
mzamin

গত বছরের মে মাসে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন জাহানারা আলম। এক বছরের বেশি সময় পর আবার ফিরেছেন। এবারের এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। ওই টুর্নামেন্ট সামনে রেখে বিকেএসপিতে দলের অনুশীলনের আগে জাহানারা জানালেন তার ফিরে আসার গল্প।
দেশসেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে অনুশীলন করে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি। এক বছরের মধ্যে ৯ মাসই সাকিব আল হাসানের মাস্কো একাডেমিতে অনুশীলন করেছেন জাহানারা। সেখানে তার দুর্বলতাগুলো নিয়ে কাজ করেছেন সালাহউদ্দিন নিজেই। দলে ফেরা নিয়ে বিসিবির দেয়া ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক বছর পর জাতীয় দলে আবার ফিরেছি। আল্লাহর অশেষ রহমত। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। দীর্ঘ এক বছরের মধ্যে নয় মাস আমি মাস্কোতে অনুশীলন করেছি। সালাহউদ্দিন স্যারসহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সঙ্গে। চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরম্যান্স করতে পারি। সবসময় আমি চেষ্টা করেছি নিজেকে প্রস্তুত রাখার জন্যে যেন নারী দলের যখনই প্রয়োজন হবে আমি যেন তৈরি অবস্থায় থাকতে পারি।

শেষ প্রিমিয়ার লিগে একটি দারুণ পারফরম্যান্সও হয়েছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ নয় মাসের পরিশ্রম বলতে পারেন। এটা ভালো অনুভূতি যে আমি বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারবো।’ ডিপিএলের গেল আসরে আবাহনীর হয়ে খেলেছেন জাহানারা। তাদের হয়ে ৯ ম্যাচে ৩.১২ ইকোনমি রেট এবং ৮.৮৮ গড়ে ২৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। এমন পারফরম্যান্সের পরই মূলত জাহানারাকে দলে ফেরাতে বাধ্য হন নির্বাচকরা। আসন্ন এশিয়া কাপে জাতীয় দলকে অন্তত সেমিফাইনালে নিয়ে যাওয়ার লক্ষ্য এই পেসারের। জাহানারা বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল খেলা। এখানে একটা সমীকরণ আছে আমি মনে করি। আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাই, তাহলে পাকিস্তানকে আমরা মোকাবিলা করতে পারি। এদিক থেকে আমাদের জন্য সহজ হতে পারে। আমরা অবশ্যই সেটাই চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো আমাদের সুখস্মৃতিতে ফেরার জন্য, যেমনটা আমরা ২০১৮ সালে করেছিলাম। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে দলের জয়ে আমি যেন অবদান রাখতে পারি।’

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status