ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

কে জিতবেন কোপার গোল্ডেন বুট?

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, শনিবার

এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ গোল করেছেন লাওতারো মার্টিনেজ। অন্যদিকে ফাইনালিস্ট কলম্বিয়ার ৪ জন খেলোয়াড়ের আছে সমান ২ গোল। ভেনিজুয়েলার সালোমন রন্ডন ৩ গোল নিয়েও ছিটকে গেছেন সোনার বুটের লড়াই থেকে। কার হাতে উঠবে এবারের কোপার গোল্ডেন বুট? ২০২১ কোপা আমেরিকায় লুইস দিয়াজ লিওনেল মেসির সমান ৪ গোল করেও জিততে পারেননি গোল্ডেন বুট। এবারের গোল্ডেন বুটও তাকে হারাতে হতে পারে আরেক আর্জেন্টাইন লাওতারো মার্টিনেজের কাছে। গতবারও তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়, ৩ গোল করে ৩ নম্বরে ছিলেন তিনি। এবারের কোপা আমেরিকা’র গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল পেয়েছেন লাওতারো, ভেঙেছেন দিয়েগো ম্যারাডোনার রেকর্ড। কোপা আমেরিকার বর্তমান সংস্করণে গ্রুপ পর্বের প্রতি ম্যাচে ন্যূনতম একটি করে গোল করা একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড় হয়েছেন লাউতারো মার্টিনেজ। এই কীর্তি গড়ার সময় তিনি পেছনে ফেলেছেন ফুটবল ইশ্বর দিয়েগোকে। এর আগে ১৯৮৭ সালে এই প্রতিযোগিতায় একই কীর্তি গড়েছিলেন ম্যারাডোনা। তবে সে সময় গ্রুপ ছিল মূলত তিন দলের।

গ্রুপপর্বে ম্যারাডোনা পেরু ও ইকুয়েডরের বিপক্ষে দুই ম্যাচে তিন গোল করেছিলেন। ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়ার সব খেলোয়াড়ই এবারের কোপায় বল পায়ে আগুন ঝরাচ্ছেন। টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়ার তিন জন খেলোয়াড় সমান ২ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন। নিজেদের মধ্যেই যেন সেরা হওয়ার লড়াই চলছে তাদের। এরমধ্যে আছেন গত আসরের গোল্ডেন বুটজয়ী লিওনেল মেসির সমান সর্বোচ্চ গোলদাতা লুইস দিয়াজও। এছাড়া ২ গোল আছে জন কর্ডোবা, দানিয়েল মুনোজের। দুই গোল রয়েছে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজেরও। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status