খেলা
বাংলাদেশকে বিদায় বলে দিলেন কিউরেটর টনি
স্পোর্টস রিপোর্টার
১২ জুলাই ২০২৪, শুক্রবার
২০২৩ এর জুলাই মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছিল টনি হেমিংকে। তবে সম্পর্কের অবসান ঘটলো এক বছরেই। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টনি হেমিংয়ের বিদায়ের খবর নিশ্চিত করে বিসিবি। জানানো হয়েছে, কিউরেটর টনি হেমিং পদত্যাগ করছেন। ক্রিকেট টার্ফ ম্যানেজমেন্টে টনি হেমিং সুপরিচিত এক নাম। বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী তার কার্যকালীন মূল্যবান অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন, তিনি বলেছেন, টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন, তার বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে আমাদের ক্রিকেট অবকাঠামো উন্নত করতে সহায়তা করেছেন। তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে, সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে। বিসিবি তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে। বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার ওয়াকার ক্রিকেট মাটি বিশেষজ্ঞ ও পরামর্শক ছিলেন টনি হেমিং। এছাড়া আইসিসি ক্রিকেট একাডেমি, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব সামলেছেন টনি। তিনি ছিলেন ওমান ক্রিকেট অ্যাকাডেমির আইসিসি পিচ কনসালটেন্ট।