বাংলারজমিন
ধর্মপাশায় চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, শুক্রবারসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা ও আহতের মামা মিশর আহমেদ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় অভিযোগকারীর ভাগ্নে একই গ্রামের অনিক হাসান (২২)। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বিকাল ৪টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। তখন তার শরীরের বিভিন্ন ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিলো। জরুরি বিভাগে উপস্থিত থাকা মেডিকেল এসিস্ট্যান্ট রঞ্জন চাকলাদার ও একজন পুরুষ নার্সকে অনেক সুপারিশ করার পরও তারা রোগীর কোনো সুব্যবস্থা করার চেষ্টা করেননি। নিরুপায় হয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট মোবাইল ফোনে যোগাযোগ করার পর সাড়ে ৪টার সময় ডাক্তার নাসরিন সাঈদ নয়ন তার ব্যক্তিগত অফিস থেকে জরুরি বিভাগে এসে আহত অনিকের চিকিৎসা করেন। ডা. নাসরিন সাঈদ নয়ন ওই সময় জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে রঞ্জন চাকলাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে একাধিকবার ফোন করার পরও ফোন রিসিভ করেননি ডা. নাসরিন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।