ভারত
ললিত মোদি-সুস্মিতা সেন এর বিয়ে নিয়ে ভারতে গুঞ্জন, হতেই পারে না-বললেন ভাই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৫ জুলাই ২০২২, শুক্রবার, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৯ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি টুইট আর তা সারা ভারতে দাবানল জ্বালিয়ে দিল। টুইটটি করেছেন আইপিএল এর প্রাক্তন চেয়ারম্যান এবং আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার অভিযোগে ভারত থেকে বিতাড়িত ললিত মোদি। টুইটে তিনি লিখেছেন- অর্ধাঙ্গিনীকে নিয়ে মালদ্বীপ আর সর্দিনিয়া ঘুরে এলাম। এই টুইটে তিনি সুস্মিতা সেনের সঙ্গে তার অন্তরঙ্গ কিছু ছবিও দিয়েছেন। এই টুইটের পরই দাবানলের মতো এই খবর ছড়িয়ে যায়, ললিত মোদি ও সুস্মিতা সেন বিয়ে করছেন। এরপরই ললিত মোদি একটা টুইট করেন, সুস্মিতার মধ্যে আমি আমার প্রার্থীত নারীকে পেয়েছি। তবে, আমরা এখনও বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেইনি। সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এই খবরটিকে বিশ্বাস করতে পারছেন না। বলেছেন, এটা হতেই পারে না। দিদির সঙ্গে আমি কথা বলবো।
ললিত মোদি বিপত্নীক। সুস্মিতা একটির পর একটি প্রেমের সম্পর্কের পর রহমান নামধারী দশ বছরের ছোট এক অভিনেতার সঙ্গে কয়েকবছর লিভ ইন করার পর এখন একদম ফাঁকা। ললিত মোদির সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক সেই ২০০৮ এর আইপিএলের সময় থেকে। মোদির স্ত্রী তখন জীবিত। একসঙ্গে খেলা দেখতেন তাঁরা। সেই সময়ই প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন এর সৌন্দর্যে পাগল হন ললিত মোদি। তিনি একজন ধনকুবের। একসময় মার্লবোরো সিগারেট নির্মাতা গডফ্রে ফিলিপ কোম্পানির কর্ণধার ছিলেন। পরে মোদি এন্টারটেনমেন্ট সহ বহু কোম্পানির মালিক হন। অতঃপর আইপিএল চেয়ারম্যান। দুর্নীতির অভিযোগ নিয়ে ভারত সরকার তাঁকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্চিত ব্যক্তি ঘোষণা করেছে। তারপর থেকেই তিনি লন্ডন প্রবাসী। এবার প্রেমের শিকলে মোদি - সুস্মিতা বাঁধা পড়েন কিনা সেটাই দেখার।