ভারত
ললিত মোদি-সুস্মিতা সেন এর বিয়ে নিয়ে ভারতে গুঞ্জন, হতেই পারে না-বললেন ভাই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ১৫ জুলাই ২০২২, শুক্রবার, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৯ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি টুইট আর তা সারা ভারতে দাবানল জ্বালিয়ে দিল। টুইটটি করেছেন আইপিএল এর প্রাক্তন চেয়ারম্যান এবং আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার অভিযোগে ভারত থেকে বিতাড়িত ললিত মোদি। টুইটে তিনি লিখেছেন- অর্ধাঙ্গিনীকে নিয়ে মালদ্বীপ আর সর্দিনিয়া ঘুরে এলাম। এই টুইটে তিনি সুস্মিতা সেনের সঙ্গে তার অন্তরঙ্গ কিছু ছবিও দিয়েছেন। এই টুইটের পরই দাবানলের মতো এই খবর ছড়িয়ে যায়, ললিত মোদি ও সুস্মিতা সেন বিয়ে করছেন। এরপরই ললিত মোদি একটা টুইট করেন, সুস্মিতার মধ্যে আমি আমার প্রার্থীত নারীকে পেয়েছি। তবে, আমরা এখনও বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেইনি। সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এই খবরটিকে বিশ্বাস করতে পারছেন না। বলেছেন, এটা হতেই পারে না। দিদির সঙ্গে আমি কথা বলবো।
ললিত মোদি বিপত্নীক।